মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১১:০৪

অন্তর্মুখী মানুষ যে ১০ কারণে ভিন্ন

অন্তর্মুখী মানুষ যে ১০ কারণে ভিন্ন

এক্সক্লুসিভ ডেস্ক : অন্তর্মুখী কিংবা বহির্মুখী উভয় ধরনের মানুষই পৃথিবীতে বাস করে। তবে প্রত্যেক বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি উভয়েরই ভিন্ন। তেমন ১০ বিষয়, যা অন্তর্মুখী মানুষ ভিন্নভাবে দেখে।

১. সবার সঙ্গে নয়
বর্তমান বিশ্ব ক্রমে নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছে। গ্রাম থেকে মানুষ শহরে আসছে, শহর থেকে যাচ্ছে ভিন্ন কোনো স্থানে। এ পরিস্থিতিতে অনেকেই সবাইকে অনুসরণ শুরু করেছে। আর এতে নির্দিষ্ট কিছু স্থানে ভিড় ক্রমেই বাড়ছে। আর অন্তর্মুখী মানুষ এক্ষেত্রে ব্যতিক্রম। সবাই যা করে, অন্তর্মুখী মানুষ তা করে না।

২. অল্প কথায় বিব্রত, বেশি কথায় স্বাচ্ছন্দ্য
বেশিরভাগ বহির্মুখী মানুষই অল্প কথায় আগ্রহবোধ করে। কিন্তু অন্তর্মুখী মানুষ এ ক্ষেত্রে ভিন্ন। তারা অল্প কথায় বিব্রতবোধ করে। তার বদলে কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় আগ্রহবোধ করে। যেখানে থাকতে পারে অন্য পক্ষের কথা শোনা, বলা ও বিশ্লেষণ করা।

৩. তারা মঞ্চে সফল
সাধারণ মানুষ যেখানে অসফল সেখানে অন্তর্মুখী মানুষ সফল। এ কারণে বহুসংখ্যক দর্শকের সামনে তারা নিজেদের আকর্ষণীয় ও চমৎকার রূপে উপস্থাপন করতে পারে।

৪. তারা সহজেই মনোযোগ হারান কিন্তু বিরক্ত হয় না
কোনো অন্তর্মুখী মানুষকে বিব্রত করতে চাইলে তাকে এমন একটি পরিস্থিতিতে নিয়ে যান, যেখানে তার অতিপ্রশংসা করা হচ্ছে। আশপাশের বিষয় সম্বন্ধে অতিরিক্ত মনোযোগ থাকার কারণে অন্তর্মুখী মানুষ এমন পরিস্থিতিতে গুটিয়ে যায়। কিন্তু তারা যখন প্রস্তুত থাকে তখন তারা সপ্রতিভ থাকে।

৫. তারা সৃজনশীল
বহির্মুখী মানুষের তুলনায় নানা সৃজনশীল কাজে বেশি প্রতিভার স্বাক্ষর রাখেন অন্তর্মুখী ব্যক্তিরা। তারা সাধারণত একাকি বা ছোট কোনো দলের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর এ কারণে তারা নিজের কাজের পরিবেশ সদ্ব্যবহার করতে পারে।

৬. ভিড় এড়িয়ে চলে
অন্তর্মুখী মানুষ অতিরিক্ত ভিড় পরিস্থিতি এড়িয়ে চলেন। আর এ কারণে কোথাও ভিড় হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে যান তারা।

৭. কথা বলার আগেই চিন্তা
কথা বলার আগেই সে সম্বন্ধে চিন্তা করে নেওয়া অন্তর্মুখী মানুষের বৈশিষ্ট্য। আর এ কারণে তারা অন্যের কথা ভালোভাবে শুনতে পছন্দ করেন। অন্যরা এ কারণে তাদের অনেক সময় চুপচাপ বা লাজুক বলে চিহ্নিত করে।

৮. নিজের মনোভাব প্রকাশ করে না
বহির্মুখী মানুষ নিজের মনোভাব সহজেই অন্যের কাছে প্রকাশ করে দেয়। কিন্তু এক্ষেত্রে অন্তর্মুখী মানুষ ব্যতিক্রম। তারা সাধারণত নিজের মনোভাব অন্যের কাছে প্রকাশ করে না।

৯. ফোনালাপে অনাগ্রহ
অনেক অন্তর্মুখী মানুষকেই ফোনালাপে অনাগ্রহী হতে দেখা যায়। এর অন্যতম কারণ হতে পারে, তারা ছোট কথাবার্তায় পছন্দ করে না, যা বেশিরভাগ ফোনালাপে হয়ে থাকে।

১০. একাকী সময়
অনেক অন্তর্মুখী মানুষই একাকী সময় কাটাতে পছন্দ করে। আর এ একাকী সময় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এ সময়ে উদ্যম সঞ্চয় করে কিংবা পরে কী করতে হবে, তার পরিকল্পনা করে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে