মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৮:১১

মাটিচাপার ৫ দিন পর বের হলো জীবিত বিড়াল

মাটিচাপার ৫ দিন পর বের হলো জীবিত বিড়াল

এক্সক্লুসিভ ডেস্ক : বিড়ালের জান কত শক্ত হতে পারে তার প্রমাণ এবার হাতেনাতে পাওয়া গেল। আর এ প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পোষা বিড়াল। গাড়ি চাপার পর মৃত ভেবে মালিক তাকে মাটি চাপা দেয়। কিন্তু পাঁচদিন পর বিড়ালটিকে জীবন্ত খুঁজে পায় এক প্রতিবেশী।


স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে কবর থেকে ফিরে আসা বার্ট নামের এ বিড়ালটির। ফ্লোরিডার টাম্পার বাসিন্দা এলিস হাটসন গণমাধ্যমকে জানান, রাস্তায় বেরিয়ে গাড়ির নিচে চাপা পড়েছিল তার পোষা আদরের বিড়ালটি। এক প্রতিবেশী তার রক্তমাখা নিথর শরীরটি খুঁজে পায়।

হাটসন জানান এতটাই শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন যে ওই প্রতিবেশিকে অনুরোধ করেন বিড়ালটিকে মাটি চাপা দিতে। মাটিচাপা দেয়ার কিন্তু পাঁচদিন পর হাটসনের আরেক প্রতিবেশি ডাস্টি আলব্রিটন মিঁউ-মিঁউ ডাক শুনে বেরিয়ে বার্টকে দেখতে পান। চমকে ওঠেন তিনি।

বার্টের জখম এতটাই গুরুতর যে হাটসন বার্টের চিকিৎসার জন্য দি হিউমেন সোসাইটি অব টাম্পা বে নামের দাতব্য প্রতিষ্ঠানের সাহায্য চেয়েছেন। তাদের খরচে বার্টের ভাঙা চোয়াল এবং জখম চোখে অস্ত্রোপচার হয়েছে।

হিউমেন সোসাইটি এখন বিড়ালটির নাম দিয়েছে বার্ট দি মিরাকল ক্যাট অর্থাৎ অলৌকিক বিড়াল বার্ট। তারা বলছে এমন ঘটনা তারা জীবনেও দেখেননি।
                
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসটি/তাহের

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে