মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৪:৫৯

যেসব দিক এড়িয়ে চললে সম্পর্কে ঝগড়া বাঁধে না

যেসব দিক এড়িয়ে চললে সম্পর্কে ঝগড়া বাঁধে না

এক্সক্লুসিভ ডেস্ক : প্রত্যেক যুগলের মধ্যে কখনো না কখনো ঝগড়া বাধেই। হতে পারে তা খুব তুচ্ছ বিষয়। কিন্তু তারপরও ঝগড়া ছাড়া সম্পর্ক মজে না। আর ঝগড়া হলেই মাথা গরম করে আমরা কত কিছুই না বলে ফেলি। কিন্তু এমন কিছু কথা আছে যা কিনা প্রেমিক-প্রেমিকা কিংবা বিবাহিত দম্পতির মধ্যে কখনোই বলা উচিত নয়। এতে করে সম্পর্ক হালকা হয়, ঝগড়া বাড়ে। এমনি ৫টি কথা তাই সকল জুটিরই মাথায় রাখতে হবে।

এটা তোমার দোষ : ঝগড়া হলে আমরা প্রায়ই দোষটা অন্যের ঘাড়ে বসিয়ে দেই। যা নিয়ে ঝগড়াটা শুরু হয়েছে তা মেটানোর চেষ্টা না করে বরং ঝগড়াটা শুরু কে করল সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাই ঝগড়া বাধলেও আগে ঝামেলার বিষয়টা মেটানোর উপায় বের করুন। ঠা-া মাথায় তাকে বুঝিয়ে বলুন ঝগড়া চলাকালে তার খারাপ ব্যবহার আপনাকে কতটা কষ্ট দেয়।

শেষবারও তুমি একই কাজ করেছিলে : অতীতকে ঘাটলে সম্পর্কের মাঝে ঝামেলা বাড়ে। তাই আগের কোনো দোষ নিয়ে যদি ঝগড়া বাধে, তাহলে আপনার সঙ্গীর দোষ ধরা বাদ দিয়ে তাকে বলুন ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি যেন না হয়।

আমি বিচ্ছেদ চাই : কথায় আছে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’ ঝগড়া চলাকালীন সময়ে আপনি হয়ত হুট করেই আপনার সঙ্গীর কাছে তালাক কিংবা বিচ্ছেদ চেয়ে বসলেন। পরে এর জন্য অনুতপ্ত হয়ে হাজারবার দুঃখিত হলেও কিছু কথা কিন্তু মনের ভেতর দাগ কেটে যায়। এরপর আপনার ওপর বিশ্বাসও হারিয়ে ফেলতে পারেন সবচেয়ে কাছের মানুষটি। মুখ থেকে এমন কথা বেরিয়ে পড়লেও সঙ্গে সঙ্গেই তাকে বুঝিয়ে বলুন এমনটা আপনি কখনই বলতে চাননি।

তোমার মতো মানুষ আমি কখনোই দেখিনি : ঝগড়া চলাকালে প্রিয় মানুষটিকে কারও সঙ্গে তুলনা করবেন না। পুরুষ সঙ্গীকে এটা কখনও বলতে যাবেন না তার মতো কাপুরুষ আপনি আর কখনোই দেখেননি। এতে করে সে আরও রেগে যাবে। বরং তার ভুল-ত্রুটি নিয়ে তার সঙ্গে আলোচনায় বসুন। আপনার দৃষ্টিভঙ্গি বুঝিয়ে বলুন। দেখুন কাজ হয় কিনা।

সঙ্গীর কথায় ভ্রুক্ষেপ না করা : প্রায়ই ঝগড়া চলাকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন একজন শুধু বলেই যাচ্ছেন, আর একজন কানে তুলো দিয়ে সামনের দিকে হাঁটা দিলেন। এতে করে পরিস্থিতির অবনতি ঘটে। যদি ঝগড়াটি আপনার কোনো আচরণ বা কাজ ঘিরে তৈরি হয়, তাহলে আগে আপনার সঙ্গীর কথা চুপ করে শুনুন তারপর তার কথার উত্তর দিন।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে