এক্সক্লুসিভ ডেস্ক : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক বাসিন্দা মিসাও ওকাওয়া বৃহস্পতিবার তার ১১৭তম জন্মদিন পালন করছেন। জাপানের ওসাকায় পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন তিনি।
বিবিসি বলছে, ওকাওয়া তার পরিবারের সদস্যদের সঙ্গেই জন্মদিনের আগের দিনটি পালন করেছেন।
১৮৯৮ সালের ৫ মার্চ ওসাকায় জন্ম নিয়েছিলেন ওকাওয়া। পুরো বিংশ শতাব্দী পার করে ২০১৫ সালে এসেও পৃথিবীতে বেশী দিন কাটাননি বলে মনে হচ্ছে তার! ১১৭তম জন্মদিনের অনুভূতিতে এমনটাই জানান ওকাওয়া।
বর্তমানে ওসাকার একটি নার্সিং হোমে রয়েছেন ওকাওয়া। তার জন্মদিনকে কেন্দ্র করে পরিবারের সব সদস্য সেখানে উপস্থিত হয়েছেন।
নার্সিং হোমের কর্মীরা জানান, গত কয়েক মাস ধরে শরীর কিছুটা নিস্তেজ ও শুনতে সমস্যা হলেও ওকাওয়ার স্বাস্থ্য এখনও ভালো রয়েছে।
১৯১৯ সালে ইয়োকিও’র সঙ্গে বিয়ে হয়েছিল ওকাওয়ার। ১৯৩১ সালে তার স্বামী মারা যায়। এরপর আর বিয়ে করেননি তিনি।
তাদের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সন্তানদের ঘরে চার নাতি-নাতনি ও তাদের ঘরে ছয় পুতি রয়েছে ওকাওয়ার।
২০১৩ সালে ওকাওয়াকে বিশ্বের সবচেয়ে প্রবীণ নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/