এক্সক্লুসিভ ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে একটি দুই পা-ওয়ালা বাছুরের জন্ম হয়েছে। দুই পা-ওয়ালা বাছুরটি দিনমজুর নুরুল হকের একটি গাভী জন্ম দিয়েছে।
দুই পা-ওয়ালা বাছুরের জন্ম খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত ও আশপাশের লোকজন বাছুরটি দেখতে নুরুল হকের বাড়িতে ভিড় করছেন।
নুরুল হক জানান, ২২ ফেব্রুয়ারি সকালে জন্মের পর বাছুরটি দেখে তিনি অনেকটা বিস্মিত হন। বাচুরটি কিভাবে লালন-পালন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।
বাছুরটিকে ধরে তার মায়ের দুধ খাওয়াতে হয়।বাছুরটির জন্মের ১০ দিন হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। তবে বাছুরটি ভালো করে দাঁড়াতে পারে না। দাঁড়াতে গেলে পড়ে যায় এবং পা দুটো পেছনের দিকে টানে। কিছুটা উল্টো দিকে হাঁটে বাছুরটি।
হাতীবান্ধা প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি কম্পাউন্ডার ওয়ালিউল্লাহ গনমাধ্যমকে জানান, এখন পর্যন্ত দুই পা-ওয়ালা বাছুরের কথা তাকে কেউ জানায়নি। তবে গরুর জন্মগত বা জিনগত সমস্যার কারণে এমন বাছুরের জন্ম হতে পারে। ঠিকমতো চিকিৎসা সেবা দিলে বাছুরটি স্বাভাবিক বাছুরের ন্যায় চলাফেরা করতে পারবে ও সুস্থ থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/