মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৮:৩২

আজ ‘ক্ষুদ্রতম চাঁদ’ দেখা যাবে পৃথিবীতে

আজ ‘ক্ষুদ্রতম চাঁদ’ দেখা যাবে পৃথিবীতে

এক্সক্লুসিভ ডেস্ক : কয়েকমাস আগে ‘সুপার মুন’ আলোচিত ছিল পৃথিবীজুড়ে। ‘সুপার মুন’ বা সবচেয়ে বড় চাঁদ দেখতে বাদ দেননি কেউই। এবার আসছে ‘মাইক্রো মুন’ বা ক্ষুদ্রতম চাঁদ।

আজ বৃহস্পতিবার পৃথিবীর রাতের আকাশে দেখা দিবে ক্ষুদ্রতম চাঁদ।  আজ ক্ষুদ্রতম চাঁদ দেখবে পৃথিবী

চাঁদ পৃথিবীকে গড়ে ২ লাখ ৩৮ হাজার ৮৫৫ মাইল দূর থেকে প্রদক্ষিণ করে। কিন্তু একটি সময় চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার মাইল পর্যন্ত দূরে সরে যায়। তখন চাঁদকে আকারে খুব ছোট দেখা যায়, একে বলে ‘মাইক্রো মুন’ বা ক্ষুদ্রতম চাঁদ।

৪১৩ দিন পর পর দেখা যায় এ ‘মাইক্রো মুন’। সে হিসেবে ক্ষুদ্রতম এ চাঁদ আবার দেখা দিবে ২০১৬ সালের ২২ এপ্রিল। আর ২০১৭ সালের জুন মাসে ফের দেখা দিবে ‘মাইক্রো মুন’।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে