মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৯:৩৮

১০০ বছর বয়সে দশম বিয়ে!

১০০ বছর বয়সে দশম বিয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক : ১০০ বছর বয়সে বর সেজে বিয়ে করেছেন শেখ ওয়াজেদ ফকির। তবে এটি তার প্রথম বিয়ে নয়। ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের কাপুরিয়া সদরদী গ্রামের শতবর্ষী এই ব্যক্তি আগে আরও ৯টি বিয়ে করেছিলেন। তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের ইনাজউদ্দিন সরকারের মেয়ে মমতাজ বেগমকে (৪৫) ১ লাখ টাকা দেনমোহরে সম্পন্ন করেন তার ১০ম বিয়েটি। তার শত বছরে দশম বিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মঙ্গলবার ভোর হতেই শত শত উৎসুক জনতা নবদম্পতিকে একনজর দেখতে ভিড় জমাতে থাকে তার বাড়িতে।

শেখ ওয়াজেদ ফকির বলেন, ‘প্রথম স্ত্রী আমেনাকে হারানোর পর থেকে সংসার চালানোর জন্য এ পর্যন্ত ফুলি বেগম, কুলছুম বেগম, আমিরন নেছা, হাছিনা বেগম, জমিরন বেগম, জরিনা বেগম ও নিহার বেগমসহ নয়টি বিবাহ করেছেন। এদের মধ্যে পাঁচজন মারা যায়, অপর চারজন আমাকে ছেড়ে চলে যায়।’

তিনি জানান, সংসার করা অবস্থায় সাতটি সন্তান জন্ম দিলেও নুরুল হক নামের বাকপ্রতিবন্ধী একটি সন্তান ছাড়া সবাই মারা গেছে। ৪ মাস আগে সর্বশেষ স্ত্রী নিহার মারা যাওয়ার পর একজন সঙ্গীর জন্যই এই দশম বিয়ে।

শেখ ওয়াজেদ ফকির তার বয়স শত বছর পূর্ণ হয়েছে বলেও জানান। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমার এত বয়স হওয়ায় আমার চলতে ফিরতে খুবই কষ্ট হয়। আজ পর্যন্ত সরকার আমাকে বয়স্ক ভাতা দেয়নি। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে যুদ্ধ-পরবর্তীতে একটি নৌকা দিয়েছিলেন জীবিকা নির্বাহের জন্য। সে নৌকাটি এখন আর নেই।’

অপরদিকে তার দশম বধূ মমতাজ বেগম বলেন, ‘বাকি জীবন যেন আমি তেনারে সাথে নিয়ে বাঁচতে পারি, সে জন্য দোয়া করবেন।’
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে