এক্সক্লুসিভ ডেস্ক : আপনার ছুটি কাটাতে বা কোন বিশেষ উদ্দেশ্যে সময় কাটানোর জন্য রির্সোট বা হোটেলের প্রয়োজন হয়। প্রায় সময়ই আপনি একটি ভালো পর্যটন কেন্দ্রে গেলেও প্রয়োজনে ভালোমানের একটি হোটেল বা রির্সোট পান না । যদি হন আপনি একজন সৌখিন এবং বিত্তবান তাহলে যেনে রাখা ভালো, পৃথিবীতে আছে অনেক উন্নত, ব্যয়বহুল ও বিলাসবহুল হোটেল।
যেখানে আপনি রাজা মহারাজাদের মতো কাটাতে পারবেন আপনার মূল্যবান ছুটির সময়টি। তবে হ্যাঁ, সেখানে এক রাত কাটাতে হলে আপনাকে গুনতে হবে লাখ লাখ টাকা। আপনি যদি হন একজন ধন কুবের তবেই আপনি সেখানে অবস্থানের জন্য যোগ্যতা অর্জন করবেন। সেখানে এক রাত কাটাতে আপনাকে অবশ্যই হতে হবে কোটিপতি। আজ আপনাদের পৃথিবীর সবচাইতে বিলাস বহুল এমন এক হোটেলের কথাই বলবো।
আমিরাত প্যালেস রিসোর্টকে আবুধাবির প্রাসাদ বলা হয়, এটা পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল হোটেলের তালিকায় অন্যতম। এই ব্যয়বহুল প্রাসাদটি নির্মাণ করতে ৩ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে । যেখানে সংরক্ষিত আছে ৩৯৪টি থাকার কক্ষ ও ৪০টি সম্মেলন এবং সভা কক্ষ । রয়েছে, সাদা বালির সৈকত, অগণিত সংখ্যক পুল এবং ঝরনা । এই প্রাসাদে আছে বিলাসবহুল রেস্টুরেন্ট, আছে বিলাসবহুল স্পা।
প্যালেসকে সুন্দর করতে তারা বিভিন্ন দেশ হতে আমদানি করেছে মূল্যবান মার্বেল । এবং প্রাসাদটিতে প্রায় ১০০টি বহুমূল্যবান ঝাড়বাতি রয়েছে, যার প্রতিটি ক্রিস্টাল পাথরের তৈরি। যদি কেও রাজকীয় অনুভূতি পেতে চান তাহলে আপনি ঠিক সেই রকম একটি রুম বুক করতে পারেন এবং তা আপনার জন্য সুখময় হবে। আমিরাত প্যালেস হোটেল বুকিং করার জন্য প্রতি রাতের জন্য আপনাকে গুনতে হবে ৩৩৪ থেকে ১৫০০ ডলার।
সোনালি প্রাসাদটি আবুধাবির একটি নিজস্ব ব্যক্তিগত বিচে অবস্থিত। সময় ও সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন আবুধাবির সাদা বালির সৈকত থেকে। না হয় আমিরাত প্যালেস রিসোর্টে এক রাত কাটিয়ে জেনে নিলেন রাজা-মহারাজাদের হালচাল। যদি আপনার পকেটের জোর থাকে তবেই।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/