মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১০:৩৭

১৮ মাসে ৩২ কিলো ওজন কমিয়ে চ্যাম্পিয়ন এই যুবতী!

১৮ মাসে ৩২ কিলো ওজন কমিয়ে চ্যাম্পিয়ন এই যুবতী!

এক্সক্লুসিভ ডেস্ক : মাত্র ১৮ মাসে ওজন কমল প্রায় ৩২ কিলোগ্রাম। গর্ভধারণ জনিত মেদবৃদ্ধির সমাধান করাই শুধু নয়, ব্রিটিশ নারী দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাড়া ফেলে দিলেন এক সন্তানের জননী ব্রিটেনের জেনি ক্লার্ক।

চার বছর আগে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডরসেট অঞ্চলের বোর্নমাউথের বাসিন্দা জেনি আন্তঃস্বত্বা অবস্থায় বিপুল ওজন বাড়িয়েছিলেন। তাঁর নিজের কথায়, 'সেই সময় আমি প্রতিদিন একা তিন জনের খাবার খেতাম।' শরীরের ওজন দাঁড়িয়েছিল ১১৪ কেজিরও উপরে। স্বাভাবিক ভাবেই বিশালবপু যুবতীকে অনেক টিকা-টিপ্পনিও তখন হজম করতে হয়েছিল।

ছেলে মেসনের জন্মের পর ওজন কমাতে জিমে ভর্তি হন বছর ছত্রিশের জেনি। মাত্র ১৮ মাসে প্রায় ৩২ কেজি ওজন কমিয়ে সবাইকে অবাক করে দেন তিনি। এই সময় তার ট্রেনারের পরামর্শে বডি বিল্ডিংয়ের তালিম নেওয়া শুরু করেন। প্রথমে তেমন সাফল্য না পেলেও প্রচুর পরিশ্রমের কারণে দ্রুত শরীরের গঠন বদলাতে শুরু করে তাঁর। পরিকল্পিত ডায়েট, নিয়মিত রুটিনমাফিক দেহচর্চায় জেনির শরীরের পেশিগুলি ক্রমে প্রকট হতে শুরু করে।

এর পর একটু একটু করে মিলতে শুরু করে সাফল্য। ২০১৪ সালে আন্তর্জাতিক বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেন জেনি। তার পর সেই প্রতিয়োগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে