মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৩:২০

ইতিহাস গড়ল অ্যাপেল

ইতিহাস গড়ল অ্যাপেল

এক্সক্লুসিভ ডেস্ক : ডিসেম্বর কোয়ার্টারে অ্যাপেল সংস্থার লাভের অঙ্ক ছাড়াল ৩০ শতাংশ। এই লাভের অঙ্ক নিঃসন্দেহে কর্পোরেট দুনিয়ায় এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে অ্যাপেলের তরফে জানানো হয়েছে বছরের শেষ ভাগে মোট ৭৪.৫ লাখ আই ফোন বিক্রি হয়েছে সারা বিশ্বে। এর কৃতিত্ব বেশ অনেকটাই অ্যাপেলের নতুন আই ফোন সিরিজের। খবর ইন্ডিয়াটাইমস।

রিসার্চ ফার্ম ক্যানালিসের একটি রিপোর্ট অনুযায়ী চিনে এবং দক্ষিণ কোরিয়াতেও অন্য সব সংস্থা যেমন স্যামসুং, জিওমিকে অনেক পিছনে ফেলে ক্রেতাদের প্রথম পছন্দ ছিল অ্যাপেলের নতুন আই ফোন। সাধারণত ছোট স্ক্রিনের আইফোনের আদল থেকে বেরিয়ে এবার প্রযুক্তির সঙ্গে বদল আনা হয়েছিল আই ফোনের স্ক্রিন সাইজেও। আর তাতেই বিশ্ব বাজারে আই ফোনের চাহিদা বেড়ে গিয়েছিল কয়েক গুণ।

সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই অ্যাপেলের নতুন সিরিজের আই ফোন সংস্থার সব থেকে জনপ্রিয় গ্যাজেট হয়ে দাঁড়ায়। অ্যাপেল সংস্থার চিফ ফিন্যানশিয়াল অফিসার লুকা মায়েস্ট্রি জানিয়েছেন চলতি কোয়ার্টারে ১৪ থেকে ২০ শতাংশ লাভ বাড়বে গত বছরের তুলনায়। যখনই আই ফোনের নতুন মডেল লঞ্চ হয়েছে, তখনই সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। কিন্তু এবার সব রকম হিসেবকে হার মানিয়ে এমন অবিশ্বাস্য লাভের মুখ দেখেছে সংস্থা। আই ফোনের এই রেকর্ড বিক্রি পরোক্ষে সামাল দিয়েছে আই প্যাড বিক্রিতে ক্ষতির পরিমাণকে। গত বছরের তুলনায় আই প্যাডের বিক্রি প্রায় ২২ শতাংশ হ্রাস পেয়েছে।

২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে