আযান ফুলের রহস্য
এক্সক্লুসিভ ডেস্ক : আযান ফুল। হ্যাঁ, মুসলমানদের নামাজের জন্য যে আযান, তার কথাই বলছি। আর এ নামেই রয়েছে বিস্ময়কর একটি ফুল। বিজ্ঞানীরা অনেক মাথা ব্যথা করেও বের করতে পারে নি এ ফুলের রহস্য।
আজারবাইজানের এক প্রজাতির ফুল আযান শুনলেই ফোঁটে। আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায়। এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে।
আযানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে ফুল ফুঁটছে না। যতবার আযানের শব্দ ওখানে পৌঁছায়, ততবার ফুঁটছে সে ফুল। বিজ্ঞানের সকল গবেষণার পর ফল একটা-ই পাওয়া গেছে।
বিজ্ঞানীদের ভাষ্য, ‘আমরা দু:খিত! আমরা এই রহস্যের ব্যাখা করতে পারছি না। একমাত্র আল্লাহই ভালো জানেন’। সিএনএন
২২ সেপ্টেম্ব,২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর