মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৮:২৫

চা বিক্রেতার পরনে দশ লাখ টাকার স্যুট

চা বিক্রেতার পরনে দশ লাখ টাকার স্যুট

এক্সক্লুসিভ ডেস্ক: রেল স্টেশনের একদা চা বিক্রেতার পরনে উঠল প্রায় দশ লাখ টাকার স্যুট। নরেন্দ্র দামোদর মোদীকে প্রথম জীবনে রেল স্টেশনে চা ফেরি করতেন। আবার এই মানুষটি এখন ভারতের প্রধানমন্ত্রী।

তাঁর জীবনের এমন উত্থান এবার প্রতিফলিত হচ্ছে নমোর পোশাকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চায়ের আসরে এই স্যুটই পরেছিলেন মোদী বলে সূ্ত্রের খবর। ভারতের প্রধানমন্ত্রীর অমন দামি পোশাক ব্যবহারের জন্য পশ্চিমি সংবাদ মাধ্যমেও উঠে এসেছে তাঁর স্যুট প্রসঙ্গ।


মোদীর ব্যক্তিগত ওই স্যুটের দাম দশ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রার রূপান্তর করলে হবে ৯লাখ ২৭ হাজার ৫০০টাকা। এই বিশেষ স্যুটের কাপড়টির উপর সোনার সুতো দিয়ে বোনা হয়েছে মোদীর নাম, যা লন্ডনের সংস্থা হল্যান্ড অ্যান্ড শেরি থেকে আনা হয়েছে।

সূত্রের খবর অমন স্যুটের কাপড়েরই দাম শুধুমাত্র ২ লাখ ৩১ হাজার ৮৭৫ থেকে ২ লাখ ৭৮ হাজার ২৫০ টাকার মধ্যে। এরপর স্যুটটি সেলাই করার জন্যে হল্যান্ড অ্যান্ড শেরি টম জেমস-এর কাছে পাঠানো হয়েছিল। সেলাইয়ের পর স্যুটের আনুমানিক মূল্য দাঁড়ায় ৯ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। মোদী যে তাঁদের ক্রেতা সে বিষয়ে লন্ডনের সংস্থা হল্যান্ড অ্যান্ড শেরি এবং দর্জি টম জেমস দুজনের কেউই কিছু বলেননি।

তবে যদি হল্যান্ড অ্যান্ড শেরি থেকে এই স্যুটের কাপড় কেনা হয়, এবং টম জেমস থেকে মোদীর স্যুটের স্টাইলে সেলাই করা হয়, তাহলে সেই স্যুটের ওই দামই পড়বে, বলে জানানো হয়েছে সংস্থা ও দর্জির তরফে।  তবে কাকতালীয়ভাবে, এই সংস্থার প্রধান বিপিন চহ্বনই মোদী-কুর্তার স্রষ্টা।

এদিকে এভাবে নিজের নামাঙ্কিত পোশাক তৈরি করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ক্ষমতা প্রদর্শনে মত্ত’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।রমেশ ট্যুইটারে জানিয়েছেন, মোদীর পুরো মাথা খারাপ৷

এর থেকে ক্ষমতার প্রতি মোদীর লোভ ছাড়া আর কিছুই প্রকাশ পাচ্ছে না বলে মনে করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মতে, মোদী-কুর্তা যতটা আকর্ষণীয় ছিল, মোদী স্যুট ততটাই বিরক্তিকর। এর আগে মোদীকে আক্রমণ করে সোমবারই কংগ্রেস মুখপাত্র সঞ্জয় ঝা টুইট করে জানিয়েছিলেন, যদি সত্যি হয় যে স্যুটে মোদী নিজের নাম বুনেছেন, তাহলে প্রথমবার কেউ এমন করলেন।

বলতেই হয় তা অত্যন্ত জঘন্যভাবে আত্মরতিমূলক এবং তা স্ব-ঘোষিতভাবে নিজের ঢাক পেটানোয় পটু হওয়ার সামিল।
সূত্র:কলকাতা২৪


২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪িআল-আমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে