মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৩:২০

হঠাৎ সাগরবক্ষে দ্বীপ!

হঠাৎ সাগরবক্ষে দ্বীপ!

এক্সক্লুসিভ ডেস্ক : সাগরবক্ষে হঠাৎ রাতারাতি দ্বীপের উৎপত্তি শুনলে অবাক না হয়ে পারবে না কেউ।  দ্বীপটি বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
সম্প্রতি জাপানের সাগরবক্ষে রাতারাতি সৃষ্টি হয়েছে প্রায় এক বর্গমাইল আয়তনের একটি দ্বীপ।

সাগরে দ্বীপ সৃষ্টি হওয়া দীর্ঘমেয়াদি ব্যাপার।  একটু একটু করে পলিমাটি জমলেই তবে ভূমির সৃষ্টি হয়।  কিন্তু জাপানের দ্বীপটি সৃষ্টি হয়েছে রাতারাতি অগ্ন্যুৎপাতের কারণে।  দ্বীপের সৃষ্টি হয়েছে জাপানের উপকূলবর্তী অঞ্চল নিশিনোশিমা দ্বীপের পার্শ্ববর্তী সাগরবক্ষে।  গত বছরের নভেম্বরের ২০ তারিখ নিশিনোশিমা থেকেই অগ্ন্যুৎপাতের সূচনা হয়েছিল।

এ ঘটনায় বিশ্বের বিজ্ঞানীরা ছুটে গেছেন জাপানে।  কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিত করে বলতে পারছেন না, রাতারাতি উৎপত্তি হওয়া দ্বীপ কতদিন টিকবে। জাপানের নৌবাহিনীর মতে, দ্বীপটি টোকিও ডুমের চেয়ে বড় এবং ক্রমশ এর আকার বড় হচ্ছে।  

আলোকচিত্রীরা হেলিকপ্টারে করে দ্বীপটির ছবি তুলছেন।  তোলা ছবিতে দেখা যায়, দ্বীপ সংলগ্ন পানির রং সাগরের স্বাভাবিক পানি থেকে আলাদা। বিজ্ঞানীরা জানান, দ্বীপটিতে খনিজ পদার্থ থাকার কারণেই পানির রং এমন হতে পারে।

গত ত্রিশ বছরে এ ধরনের ঘটনা এই প্রথম।  এর আগে জাপানের চ্যান আইল্যান্ডে এরকম একটি দ্বীপ সৃষ্টি হয়েছিল।  যদিও সেই দ্বীপটি দীর্ঘদিন টিকেনি।  দ্বীপটি উত্তর-পশ্চিম দিক দিয়ে ক্রমশ বাড়ছে বলে অভিমত বিজ্ঞানীদের।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে