এক্সক্লুসিভব ডেস্ক : নতুন প্রেম মানে আরো ভালোবাসা, আরো সুখ, স্বাচ্ছন্দ্য এবং বাড়তি কিছু ওজন যোগ হওয়া! সাম্প্রতিক এক সমীক্ষার ভিত্তিতে জানা গেছে নতুন সম্পর্ক শুরু করলে তার এক বছরের মধ্যেই বাড়তি মেদ যোগ হয় নারীদের। এমনি এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইউকেমিডিক্স ডটকম পরিচালিত এক সমীক্ষায়।
সমীক্ষাতে উঠে এসেছে নতুন সম্পর্ক শুরু করলে নতুন অনেক কিছুর সঙ্গে বাড়তি মেদও যুক্ত হয় নারীদের। এর কারণ হিসেবে মনের স্থিতিশীলতা আসাকে অধিকাংশ ক্ষেত্রে দায়ী করছেন সমীক্ষকরা।
সমীক্ষাতে আরো জানা গেছে, নতুন সম্পর্ক শুরুর এক বছরের মধ্যে নারীদের গড়ে ৭.২ পাউন্ড বা ৩.২ কেজি ওজন বাড়ে। ওজন বাড়ার কারণ হিসেবে অনেকে অবশ্য তাদের নতুন সঙ্গীর খাদ্যাভ্যাসকে দায়ী করেছেন। তবে এ সংখ্যা অর্ধেকেরও কম বলে জানা গেছে।
ইউকেমিডিক্স-এর সারা বেইলি বলেন, ‘এটা মনে হয় যে, আমাদের মনের কাঠামো ওজনের ওপর বড় ধরনের প্রভাব রাখে। সুখী সম্পর্কের ফলে পুরুষের ওজন কমে বলে প্রতীয়মান হলেও সাধারণত নারীদের ওজন আড়াই কেজির মতো বাড়ে।
সারা আরো বলেন, ‘আমাদের ভালোবাসার জীবনে স্বাচ্ছন্দ্য আসা মানে আত্মবিশ্বাস বাড়া। সম্ভবত এর ফলেই অধিকাংশের ওজন বাড়ে।’
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/