বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১২:০৪:০৬

কোন ক্ষতি ছাড়াই পরিষ্কার করুন আপনার স্মার্টফোন

কোন ক্ষতি ছাড়াই পরিষ্কার করুন আপনার স্মার্টফোন

এক্সক্লুসিভ ডেস্ক : হেডফোন থাকার পরও অনেক সময় মোবাইলের স্পিকার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের কারণে অবশ্য স্পিকার গ্রিলে ময়লা জমে যায়। ফলে স্পিকারের শব্দ কম হতে পারে। এই সমস্যা থেকে উত্তরণ পেতে হলে স্পিকার পরিষ্কার করতে হবে।

কিন্তু স্পিকার পরিষ্কার করতে গিয়ে অনেক সময় স্মার্টফোনের ক্ষতি হতে পারে। কিভাবে করবেন এই কাজ? আসুন জেনে নেই। পুরোনো টুথব্রাশ ব্যবহার করে স্পিকার গ্রিল পরিষ্কার করা যাবে। কিন্তু খেয়াল রাখবেন, ব্রাশটি শুকনো হতে হবে। সবসময় পাতলা ব্রাশ ব্যবহারের চেষ্টা করবেন।

সুতির কাপড় : সুতির কাপড় দিয়েও স্পিকার গ্রিল পরিষ্কার করা যায়। কারণ সুতির কাপড়ে স্পিকার গ্রিলের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকে না।

কাভার ও ফোন : কাভার যারা ব্যবহার করেন তারা সপ্তাহে অন্তত একবার কাভার থেকে ফোন বের করে ফোন ও কাভার পরিষ্কার করুন। কারণ ফোনের কভারে ক্রমাগত ধুলো জমতে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে