মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৯:২৪

৯০ বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রী

৯০ বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রী

এক্সক্লুসিভ ডেস্ক : বিষয়টি বিশ্বাস করার মত মনে না হলেও কিন্তু তিনি চতুর্থ শ্রেণীর ছাত্রী।  যে বয়সে দুনিয়াধারীর কথা না, সে বয়সে রীতিমত ক্লাসের পাশাপাশি নাচ এবং শারীরিক শিক্ষা ক্লাসেও অংশ নিচ্ছেন তিনি।

কেনিয়ার প্রিসিলা সিটিনেই।  ৯০ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছেন তিনি।  রিফট ভ্যালির লিডার্স ভিশন প্রিপারেটরি স্কুলে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করছেন প্রিসিলা।

তার স্কুলের প্রধান শিক্ষক বলেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী।  তিনি শুধু লিখতে এবং পড়তেই দৃঢ় প্রতিজ্ঞ নন রীতিমত স্কুল-পোশাক পরে ক্লাসে যোগ দিচ্ছেন।  অংশ নিচ্ছেন নাচ এবং শারীরিক শিক্ষা ক্লাসেও।

ওই স্কুলের চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষে গিয়ে সংবাদদাতা দেখতে পান আকাশী রঙের শার্ট, লাল টাই আর সবুজ সোয়েটার পরে সহপাঠীদের সঙ্গে ক্লাস করছেন প্রিসিলা।

সহপাঠীরা তাকে ডাকে গোগো বলে, যার অর্থ দাঁড়ায় দাদি।  শুধু শিক্ষকরাই নন, সহপাঠী ও অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও গোগোকে নিয়ে গর্বিত।

ওই স্কুলের শিক্ষার্থীদের তালিকায় গোগোর নাতি- নাতনীদের সাত সন্তানও রয়েছে।

গোগো সংবাদদাতাকে বলেন, বিশ্বের কন্যা শিশুদের আমি বলতে চাই, শিক্ষাই তোমাদের সম্পদ।  এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না।  তথ্যসূত্র : বিবিসি
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এফএম
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে