মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৫:৪১

ফুটবল মাথায় নিয়ে ৫৬ দিনে ১,২৪০ মাইল পথ!

ফুটবল মাথায় নিয়ে ৫৬ দিনে ১,২৪০ মাইল পথ!

এক্সক্লুসিভ ডেস্ক : বল মাথায় নিয়ে দীর্ঘ ৬৫ দিন হেটে ১২৪০ মাইল পথ পাড়ি দিয়েছেন জুয়ান মারকুয়েজ নিয়েতো। এরই মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। এর আগে তিনি ২০১১ সালের জুন মাসে ফুটবল মাথায় নিয়ে ১ ঘণ্টা ৫০ মিনিটে সাড়ে ৭ মাইল পথ হেঁটে তখন বিশ্বরেকর্ড গড়েছিলেন।

এবার ২০১৪ সালের ২৩শে নভেম্বর ২০১৫ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৫৬ দিন তিনি কোন কৃতিত্বের জন্য নয়, শান্তির মিশনে ফুটবল মাথায় নিয়ে ৫৬ দিন হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন সারাবিশ্বের সবাইকে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি যে, এ সময়ে তিনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন সুদীর্ঘ ১,২৪০ মাইল পথ, এবং তিনি ৯টি প্রদেশ অতিক্রম করেছেন। মেক্সিকোয় সহিংসতার অবসান দেখতে চান তিনি।

আর তিনি শান্তির বার্তা নিয়েই নিয়েতো প্লায়া দেল কারমেন থেকে মেক্সিকো সিটি পর্যন্ত হেঁটেছেন ফুটবল মাথায় নিয়ে। এ খবর দিয়েছেন অনলাইন মিড-ডে। একদিনে তিনি সর্বচ্ছ প্রায় ৩৮ মাইল পথ হেঁটে ছিলেন। গত ২০১৪ সালের ২৩শে নভেম্বর বল মাথায় নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন নিয়েতো। আর ৯টি প্রদেশ অতিক্রম করে মেক্সিকো সিটিতে পৌঁছান তিনি।

বল মাথায় নিয়ে পায়ে হেঁটে এ দূরত্ব অতিক্রম করার সময় সহযোগিতার জন্য প্রয়োজনীয় নিয়েতোর সঙ্গে ছিল বেসরকারি প্রতিষ্ঠানের একটি গাড়ি এবং শরীর ম্যাসাজ বা মালিশ করার একজন কর্মী। বেসরকারি বেশ কয়েকটি সংগঠন নিয়েতোর এ উদ্দেশ্যকে সফল করতে সমর্থন যুগিয়েছে। গত সেপ্টেম্বরে মেক্সিকোয় ৪৩ শিক্ষার্থীকে অপহরণের পর তাদের হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবি নিয়ে সোচ্চার এ সংগঠনগুলোও।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে