মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০০:২৬

'ইন্টারনেট খুব শীঘ্রই বাতিল হয়ে যাবে'

'ইন্টারনেট খুব শীঘ্রই বাতিল হয়ে যাবে'

এক্সক্লুসিভ ডেস্ক : ধরুন, একটি অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে সাজানো ঘরে আপনি ঢুকলেন। প্রবেশ করা মাত্রই আপনার নির্দেশে ঘরের যন্ত্রপাতিগুলি আপনা-আপনি কাজ করতে শুরু করে দিল। অন্যদিকে দেখলেন, ইন্টারনেট ছাড়াই সেন্সর, মাইক্রোচিপের মাধ্যমে আশেপাশের মানুষজন পরস্পরের সঙ্গে যোগাযোগ করছে।

নাহ, কোনও সাই-ফাই সিনেমার গপ্পো আওড়াছি না। এমনটা যে আগামী দিনে ঘটবে, তার ভবিষ্যদ্বানী করলেন গুগলের প্রধান নির্বাহী এরিক স্মিথ।

ভবিষ্যতে প্রযুক্তি দুনিয়ায় বিরাট পরিবর্তনের বার্তা দিয়ে তিনি বলেছেন, এই মুহূর্তে মানুষ ইন্টারনেট ছাড়া অচল। কিন্তু সেই ইন্টারনেটেরই বিদায় ঘন্টা বোধহয় বেজে গিয়েছে।

তাহলে কি প্রযুক্তির কারণে মানুষ চাকরির সুযোগ হারাবে? সেই বিতর্ক এড়িয়ে গিয়ে এরিক সরাসরি জবাব দিয়েছেন, ভবিষ্যতের দুনিয়া খুব ব্যক্তিগত হতে চলেছে। আন্তঃযোগাযোগ মাধ্যমটাও হবে আরও সহজ।

'দ্য ফিউচার অফ দ্য ডিজিটাল ইকোনমি' শীর্ষক অনুষ্ঠানে প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ের উপর সেমিনারে যোগ দিতে সুইজারল্যান্ডে এসেছিলেন এরিক স্মিড। ছিলেন ফেসবুকের প্রধান নির্বাহী শেরিল স্যান্ডবার্গ, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা ও অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞরা।

২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/ আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে