এক্সক্লুসিভ ডেস্ক : সোনার প্রতি ভালোবাসা কার না আছে? আর সোনা পরতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়াটাও দুষ্কর। তবে আমরা যারা এই সোনা পরি বা ব্যবহার করি তারা কি জানি সোনা সম্পর্কে কিছু তথ্য?
তাহলে আসুন আজ সোনা সম্পর্কে কিছু অজানা তথ্য দিই। আর আপনি মিলিয়ে দেখুন তো সোনা সম্পর্কে এসব তথ্যগুলো আগে জেনেছেন কি না?
যেমন, সারা বিশ্বে যত পরিমাণ সোনা আছে তার মধ্যে ১১ শতাংশ সোনা আছে ভারতের মহিলাদের কাছে। সবচেয়ে বেশি ভারি সোনার বার যা পাওয়া গিয়েছে তার ওজন ২৫০ কেজি।
সারা বিশ্বে যত পরিমান সোনা উত্তোলন হয়, তার সিংহ ভাগই দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারসর্যান্ডের সোনার খনি থেকে আসে। সোনা নিয়ে ভয় পাওয়াকে এক কথায় বলে অরোফোবিয়া। ইউক্যালিপটাস গাছের পাতাতেও পাওয়া যায় সোনা। দুবাইতে সোনা এটিএম-এর মাধ্যমে পাওয়া যায়। অলিম্পিকে দেওয়া সোনার মেডেলে সোনা থাকে মাত্র এক শতাংশ।
তবে সব থেকে মজার তথ্যটি হচ্ছে, সব মোবাইল ফোনেই থাকে সোনা। এক টন সোনা থেকে যত পরিমাণ সোনা মেলে তার থেকে বেশি সোনা এক টন মোবাইল ফোন থেকে মিলবে।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন