মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৪:৩৬

মাটির গভীরে বিলাসবহুল পাঁচতারা হোটেল!

মাটির গভীরে বিলাসবহুল পাঁচতারা হোটেল!

এক্সক্লুসিভ ডেস্ক : আধুনিকায়নের বিশ্বে কত কিছুই না হচ্ছে! প্রথম মাটির নিচে তৈরি হলো পাতাল ট্রেনে। এখন আবার চীনের তিয়ানমেনশান পর্বতের পাদদেশে একটি পরিত্যক্ত পানিপূর্ণ লেকের পাশে নির্মাণ করা হচ্ছে ১০০ মিটার গভীর বিলাসবহুল পাঁচ-তারা হোটেল।

৩৪৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই হোটেল নির্মাণ করা হচ্ছে চীনের সোংজিয়াং জেলায়, ব্রিটিশ স্থাপত্য প্রতিষ্ঠান অ্যাটকিন্স এই হোটেলটির নকশা করেছে। এতে রয়েছে ৩৮০টি কক্ষ এবং এটি ১৯ তলা বিশিষ্ট যার মধ্যে দুটি তলা পানির তলদেশে নিমজ্জিত।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল শিমাও চারপাশে রয়েছে পার্বত্য ল্যান্ডস্কেপ যেখানে হোটেলে থাকা অতিথিরা পর্বতারোহণ এবং পাদদেশে থাকা লেকে স্কেটিং উপভোগ করতে পারবেন। অতিথিদের জন্য ২০১৫ থেকে এই হোটেলটি উন্মুক্ত করা হবে বলে আশা করেন নির্মাতারা। এবং এই হোটেলে থাকতে অতিথিদের প্রতি রাতে ব্যয় করতে হবে অন্তত ২০০ ডলার।

পানির তলদেশে থাকা দুটি তলা নির্মাণ করা হচ্ছে অ্যাকুরিয়াম গ্লাস দ্বারা যা মূলত একটি নিমজ্জিত রেস্টুরেন্ট। যেখান থেকে অতিথিরা পানির তলদেশের দৃশ্য উপভোগ করতে পারবেন। অন্যান্য হোটেলের মতো এখানে রয়েছে সুইমিং পুল, স্পোর্টস সেন্টার, ব্যুফে এবং কনফারেন্স সেন্টার। প্রাকৃতিক ভূ-দৃশ্যবলির সম্মিলনে পরিবেশবান্ধবভাবে এর নকশা করেছে অ্যাটকিন্স এবং সেভাবেই এটি স্থাপন করা হচ্ছে। হোটেলটির ছাদে রয়েছে চমৎকার পাহাড়ি বাগান।

এটি মূলত একটি বৈচিত্র্যময় মিথস্ক্রিয়া যেখানে দুটি তলা পানির তলদেশে, বাকি ১৭টি তলা পর্বতের গায়ে গুহার মতো করে নির্মিত, ছাদে প্রাকৃতিক বাগান। অতিথিরা তাদের নিজেদের কক্ষে বসে দেখতে পারবে ১০০ মিটার উচু জলপ্রপাত। হোটেলটি শিমাও ওয়ান্ডারল্যান্ড থিম পার্কের অন্যতম একটি পরিকল্পনা। -DailyMail

২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে