নিউজ ডেস্ক: রাজা-মহারাজাদের যুগ থেকেই পুরুষরা সাধারণত নিজের জামা নিজেরাই পরে এসেছেন। তবে রাজ দরবারে দাসী থাকার সুবাধে রাজরানীদের জামা দাসীরাই পরিয়ে দিয়ে থাকেন| আর রাজ দরবারের রাজা থেকে শুরু করে সেনানি সবাইকে তলোয়ার চালানোয় পারদর্শী হতে হতো। তাই সবাইকে স্বাভাবিক ডান হাতেই তলোয়ার ধরতো হতো। খালি থাকতো বাঁহাত। বাঁ হাতে বোতাম খোলা-পরার সুবিধার জন্যই জামার বোতাম বসানো হোত ডান দিকে।
আর মহিলাদের ক্ষেত্রে বাচ্চাকে যেহেতু বাঁদিকে ধরতে হয়, তাই ডান হাত খালি থাকে। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ডান হাতে বোতাম খুলতে হয়। সেক্ষেত্রে বোতাম ডানদিকে থাকলে খুলতে কষ্ট হতো। তা মাথায় রেখেই বাঁদিকে বোতাম বসানো হয়।
পুরুষরা ঘোড়া নিয়ে ছুটলে রাস্তার বাঁদিক ঘেঁষেই যেতেন, যাতে ডান দিকে তলোয়ার চালাতে সুবিধা হয়। সেই তরোয়াল গোঁজা থাকত বাঁ-কোমরে। বের করার সময় তলোয়ার যাতে জামা বা কোটের বোতামের খাঁজে আটকে না যায়, তার জন্যই বোতাম বসানো হতো ডানদিকে। অন্যদিকে মেয়েরা যখন ঘোড়ায় চড়ত বা এখন বাইকে বসেন, দুটো পা-ই সাধারণত বাঁদিকে থাকে। শার্টের জেতরে যাতে হাওয়া না ঢুকতে পারে, তার জন্যই বোতাম বসানো হয় বাঁদিকে।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর