এক্সক্লুসিভ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কুঠিবাড়ির একটি গাছে অচনো এক ফলের সন্ধান মিলেছে। অদৃশ্যপূর্ব এ ফলটি দেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারি বাড়িতে ভীড় করছেন দর্শনার্থীরা।
কাচারি বাড়ির দায়িত্বে থাকা লোকজন জানান, কবিগুরুর কাচারি বাড়ির বাগানের একটি গাছে নতুন এক ফলরে সন্ধান মিলেছে। বিশ্বকবির বিখ্যাত সেই ‘তাল গাছ’ কবিতার এক পায়ে দাঁড়ানো তাল গাছটির পাশেই এ গাছটির অবস্থান।
দর্শনার্থীদরে কেউ কেউ বলছেন, এ গাছটি দেখতে বেলগাছের মত হলেও, এটি বেলগাছ নয়। কেউ আবার বলছেন, এটি মাকাল ফলের গাছ। কিন্তু কেউই আসলে এই গাছ এবং এর ফলটির নাম বলতে পারছেন না।
ফলটিও দেখতে অনেকটাই বেলের মতো। তবে এটি যে বেল নয়, তা-ও নিশ্চিত করেছেন অনকে দর্শক। তারা বলেছেন, বিশষেজ্ঞ মতামত ছাড়া এ ফলের নাম-ধাম ও ধরণ নিশ্চিত হওয়া যাবে না।
এদিকে,বিরল এ গাছ ও ফল দেখতে প্রতিদিনই ভীড় বাড়ছে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কাচারি বাড়িতে।
২২সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস