এক্সক্লুসিভ ডেস্ক : কথায় আছে জিন্স প্যান্ট দিনের পর দিন না কেচেও পরা যায়। তবে মেয়েরা একেবারেই এই তত্ত্বে বিশ্বাসী না হলেও বেশিরভাগ ছেলেদের কিন্তু না-কাচা জিন্স মাসের পর মাস পরে থাকার অভ্যাস রয়েছে।
এই নিয়ে বাড়িতে বাড়িতে ঝগড়াও কম হয় না। বহু সময়ে মায়েরা বা স্ত্রী-রা চুপচাপ কিছু না বলেই ঝপাঝপ কেচে ফেলেন জিন্স। এই করতে গিয়ে কতজনের পকেট থেকে যে প্রেমিকার চিঠি থেকে সিনেমার টিকিট আবিষ্কার হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু জিন্সের পৃথিবীসেরা ব্র্যান্ড, খোদ লিভাইসের সিইও চিপ বার্গ বলে বসেছেন যে জিন্স কাচার কোনও প্রয়োজন নেই এবং তিনি নিজেই গত ১ বছর ধরে কাচেননি তার নিজের জিন্স।
এই চাঞ্চল্যকর তথ্যটি তিনি প্রকাশ করেছেন একটি বিদেশি পত্রিকাকে দেওয়া তার সাক্ষাৎকারে। সপক্ষে যুক্তিও দিয়েছেন। তার বক্তব্য, বেশি কাচলে নষ্ট হয়ে যায় জিন্স ফেব্রিক। বরং গোটা জিন্সটি না-কেচে কোথাও যদি খাবারের টুকরো বা অন্য নোংরা কিছু লেগে থাকে তবে শুধু সেই জায়গাটি পরিস্কার নিলেই হল।
এমন অসাধারণ টিপ কতজন মানতে রাজি হবেন এবং কতজন তাদের প্রিয়জনদের মানতে দেবেন তা বলা মুশকিল। তবে চিপ বার্গ যে একনিষ্ঠ হয়ে জিন্সটি না কেচে ১ বছর ধরে পরে চলেছেন, তার জন্য তাকে খেতাব দেওয়া উচিত অবশ্যই।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন