এক্সক্লুসিভ ডেস্ক : ঘটনা শুনলে চমকে যাবেন কিন্তু বাস্তব। জানলে আপনারও ইচ্ছে হতে পারে। তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১২ হাজার পাত্রীর বিয়ের আবেদন থেকে বাছাই করে মাত্র ৩ হাজার পাত্রীকে বিয়ের সুযোগ দেয়া হয়।
এমন অবিশ্বাস্য বিয়ের আসর জমেছিল দক্ষিণ কোরিয়ায়। ৬২টি দেশের ৩ হাজার জুটি দেশটির এক গির্জায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।
এ খবর দিয়েছে টরন্টো সান।
খবরে বলা হয়, গণবিয়ে উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার জুটি ইন্টারনেটের মাধ্যমে আবেদন করে। এদের মধ্যে ৩ হাজার যুগলকে বাছাই করা হয়। বিয়েতে সাক্ষী ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রায় ২২ হাজার।
১৯৫৪ সালে গির্জাটি প্রতিষ্ঠা করেন রেভারেন্ড সান মাইয়ং মুন। ২০১২ সালে ৯২ বছর বয়সে মারা যান তিনি। মুনের অনুপস্থিতিতে এ গণবিয়ের উদ্বোধন করেন তার স্ত্রী হাক জ্যা হান মুন।
উল্লেখ্য, ১৯৬০ সালে প্রথম এ গির্জায় গণবিয়ে অনুষ্ঠিত হয়। এরপর থেকে নিয়মিতভাবে গণবিয়ের আয়োজন করা হয়।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম