নগরী বিক্রি!
এক্সক্লুসিভ ডেস্ক : জায়গা-জমি-বাড়ি-গাড়ি সবই তো বিক্রি হয়। কিন্তু এবার এর ব্যতিক্রম। শুনলে বিশ্বাস করার মত না হলেও ঘটনা কিন্তু সত্যি। এবার বিক্রি হচ্ছে একটি দেশের এক নগরী।
তুরস্কে একটি ছোট প্রাচীন নগরী বিক্রির জন্য বাজারে উঠেছে। দাম তোলা হয়েছে ২২ মিলিয়ন তুর্কি লিরা বা প্রায় দশ মিলিয়ন ডলার। যদিও অনেকেই চাচ্ছেন, সরকার নিজেই এটি কিনে রাখুক। প্রাচীন এ নগরীর সঠিক দেখভাল করা সরকারের পক্ষেই সম্ভব।
খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বদরুম উপত্যকার উত্তরে প্রতিষ্ঠিত এ নগরীর নাম বার্জিলিয়া, যেটি এখন অত্যন্ত জনপ্রিয় হলিডে স্পট। খবর বিবিসি বাংলার।
একটি রিয়েল এস্টেট এজেন্সি যে বিজ্ঞাপন দিয়েছে তাতে মনে হচ্ছে, এটি একটি হলিডে হোম।
যদিও এলাকাটিতে নতুন ভবন বানানো যাবে না। বিজ্ঞাপনে বলা হয়েছে, এটি একটি প্রথম সারির পুরাতাত্ত্বিক স্থান, যার সামনে রয়েছে একটি মনোরম লেক।
কাছেই রয়েছে একটি গ্রাম। নগরীটি থেকে পুরো সাগর ও লেক চোখে পড়ে। স্থানটিতে রয়েছে একটি অ্যাম্পিথিয়েটার বা খোলা আকাশের নিচে নাট্যশালা, মন্দির এবং কারুকার্যময় কবরস্থান।
প্রায় দশ মিলিয়ন ডলার মূল্য হাঁকা নগরীটি কিনতে হলে এমন ধনাঢ্য ব্যক্তি লাগবে যার রয়েছে অঢেল টাকা। তুরষ্কের আর্কিওলজিস্টস অ্যাসোসিয়েশনের বিনার সেলেবি বলেন, ব্যক্তিগত মালিকানায় থাকলে অনেক সময়ই পুরাতাত্ত্বিক গবেষণার কাজে ক্ষতি হয়।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমএফ/এসএম