এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি ফল হয়ে উঠেছে একটি কলা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে একটি কলা বিক্রি হয়েছে প্রায় ৭৫ কোটি টাকায়। কলাটার ক্রয়মূল্য ছিল মাত্র ৪২ টাকা। কলাটি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা আলোচনার ঝড় তুলেছে।
মার্কিনি সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমেসের প্রতিবেদন থেকে জানা যায়, ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক বাংলাদেশি ফলবিক্রেতার কাছ থেকে কলাটি কিনেছিলেন মাত্র ৩৫ সেন্ট তথা ৪২ টাকা দিয়ে।
এরপর তিনি কলাটি একটি শিল্পকর্ম হিসেবে প্রদর্শনী করেন। ‘কমেডিয়ান’ নামে মাউরিজিওর সেই শিল্পকর্মটি নিলামে বিক্রি হয়েছে ৬২ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৫ কোটি টাকার সমান।
গত বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে (বাংলাদেশি মুদ্রায় ৪২ টাকা) এই কলা কেনা হয়। এরপর সেটি নিলাম হাউস সদবির নিলামে ওঠে।
নিলাম হাউস সদবি প্রত্যাশা করেছিল শিল্পকর্মের এ কলাটি ১০ লাখ ডলারে বিক্রি হবে। তবে সে প্রত্যাশাকে ছাড়িয়ে চীনা বংশোদ্ভূত আমেরিকান এবং ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা জাস্টিন সান সেটি কিনে নেন। তিনি শিল্পকর্ম সংগ্রাহক এবং বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ‘খেলোয়াড়’ হিসেবে পরিচিত।
সংবাদমাধ্যমে কলাটি কেনার কারণ জানিয়ে সান বলেন, এটি শুধু একটি শিল্পকর্ম নয়। এটি সাংস্কৃতিক নানা ঘটনার প্রতিনিধিত্ব করছে। কলাটি ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির সঙ্গে শিল্প এবং মিমসের জগতের সেতুবন্ধন সৃষ্টি করে। যা আরও আলোচনা এবং চিন্তায় উৎসাহ জোগাবে। তাই ইতিহাসের অংশ হিসেবে কলাটি কিনেছি।
রুপার চূর্ণে রাঙানো টেপ দিয়ে দেয়ালে আটকানো পাকা কলাটি কৃত্রিম নয়, সত্যিকারের। তাই কিছুদিন পরই নিলামের কলাটি নষ্ট হয়ে যাবে। তা জেনেও প্রায় ৭৫ কোটি টাকায় নিলামকৃত কলাটি কিনেছেন চীনা বংশোদ্ভূত আমেরিকান জাস্টিন সান।