এক্সক্লুসিভ ডেস্ক : ভারতবর্ষে মোবাইল ফোন প্রথম কে ব্যবহার করেছিলেন? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা নেই।
ভারতে প্রথম মোবাইল ফোন কলটি করা হয়েছিল ১৯৯৫ সালের ৩১ জুলাই। এই ঐতিহাসিক কলটি করেছিলেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, যিনি তৎকালীন কেন্দ্রীয় যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী সুখ রামের সঙ্গে কথা বলেছিলেন।
এটা ছিল একটি বেতার কল, যা ভারতের টেলিযোগাযোগ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কলটি একটি নকিয়া হ্যান্ডসেট ব্যবহার করে করা হয়েছিল এবং এটি ভারতের যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের দরজা খুলে দিয়েছিল।
এই কলটি সফলভাবে সম্ভব হয়েছিল ভারতের বি.কে. মোদি এবং অস্ট্রেলিয়ার টেলস্ট্রা কোম্পানির যৌথ প্রচেষ্টায়। এই যৌথ উদ্যোগটি মোদি-টেলস্ট্রা নেটওয়ার্ক নামে পরিচিত ছিল।
কলটি কলকাতা এবং নয়াদিল্লির মধ্যে করা হয়েছিল। তখন মোবাইল ফোন ব্যবহার ছিল বিলাসিতার প্রতীক, এবং প্রতি মিনিটের জন্য চার্জ ছিল ৮.৪ রুপি।
ইনকামিং এবং আউটগোয়িং উভয় কলের জন্য চার্জ প্রযোজ্য হতো। পিক আওয়ারের সময় কল করতে প্রতি মিনিটে খরচ হতো ১৬.৮ টাকা।
ভারতে মোবাইল যোগাযোগের ক্ষেত্রে একটি অসাধারণ পরিবর্তন দেখা গিয়েছে। একসময়ের এই উচ্চ কল চার্জ এখন অতীত হয়ে গেছে। প্রযুক্তির অগ্রগতি এবং একটি প্রতিযোগিতামূলক বাজারের কারণে মোবাইল পরিষেবাগুলো এখন সবার নাগালে এসেছে।
২০১৬ সালে জিওর কার্যকর উদ্যোগ, সাশ্রয়ী মূল্যের ডেটা প্ল্যানের মাধ্যমে, এই পরিবর্তনকে ত্বরান্বিত করে। এর ফলে মোবাইল পরিষেবাগুলো সাধারণ মানুষের জন্যও সহজলভ্য হয়ে ওঠে।
ভারতে ১৯৯৫ সালের প্রথম কল থেকে শুরু করে আজকের মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু প্রযুক্তিগত উন্নতিই নয়, ভারতের যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতার প্রতীকও।