প্রেমের কারণেই বন্ধুত্ব প্রয়োজন
এক্সক্লুসিভ ডেস্ক : শিরোনাম দেখে নিশ্চয়ই ভাবছেন এ সব উল্টাপাল্টা কথায় কান দিতে নেই। প্রেমের কারণে বন্ধুত্বের প্রয়োজন সেটা কী করে হয়! একটু চিন্তা করুন। প্রেম করলে কেমন জানি ছন্নছাড়া হয়ে যায় প্রেমিক-প্রেমিকার জীবন। একে অপরকে ছাড়া যেন এক মুহূর্তও চলে না। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বেড়ে যায় দূরত্ব। বন্ধুরাও নিজ থেকে ব্যাপারটা বুঝতে পেরে সরে যায়। এটা কোনোভাবেই সুস্থতার লক্ষ্যণ নয়।
প্রেম করলেই যে বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলামেশা কম বা বন্ধ করে দিতে হবে এমনটা নয়। বরং বন্ধুত্বও হতে পারে আপনার প্রেমের সম্পকের্র জন্য দারুণ উপকারী। তাহলে জেনে নেওয়া যাক কীভাবে ও কেন?
বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল আসলেই তাই! বন্ধুদের সঙ্গে সময় কাটানো সবসময় ভালো। এমনকি আপনি পারফেক্ট রিলেশনে থাকলেও এটা জরুরি। প্রেমিক কিংবা প্রেমিকা ছাড়াও বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটান, যাতে করে সেই সময়টাতে তার উপস্থিতি আপনি মিস করেন। এটা আপনার প্রিয়তম বা প্রিয়তমার সঙ্গে দেখা করার তৃষ্ণা আরও বাড়াবে যা আপনারা একসঙ্গে থাকাকালে অনুভব করতে পারেন না। এটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রিয়জনের মূল্য বোঝার জন্য এটা খুবই জরুরি। বিশেষ কোনো সন্ধ্যায় কিংবা পার্টি ও অনুষ্ঠানে প্রিয়জনের অনুপস্থিতি তার সঙ্গে দেখা করার আনন্দকে আরও বাড়ায়। প্রেমিক বা প্রেমিকার বাইরে বন্ধুত্বের জীবন অনেক দিক থেকে লাভজনক। যেমন- এমন অনেক বিষয় থাকে যা আপনার প্রেমিকের চেয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করাই ভালো। এ সব ক্ষেত্রে বন্ধুরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা নিজের কর্মক্ষেত্রে অনেক বিষয় নিয়ে ব্যস্ত। এতে তাকে বাড়তি টেনশন না দেওয়াই ভালো। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করলে আপনি অনেকটা স্বস্তি বোধ করবেন। এরপরে আপনার প্রিয় মানুষটির সঙ্গে যখন দেখা করবেন, তখন আপনার স্বস্তি ও হাস্যেজ্জ্বল চেহারা দেখে তার প্রাণও ভরে যাবে। এটা আপনার সম্পর্ককে আরও মধুর করে তুলতে সাহায্য করবে।
২২ সেপ্টেম্বর২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস