মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৫:০৩

ভয়ঙ্কর এক দৈত্যাকার মাছ!

ভয়ঙ্কর এক দৈত্যাকার মাছ!

এক্সক্লুসিভ ডেস্ক : বরশিতে এক ভয়ঙ্কর দৈত্যাকার মাছ ধরতে সক্ষম হয়েছেন এক ইতালিয়ান জেলে।  মাছটি ধরার পর রাতারাতি তিনি ভাইরাল হয়ে উঠেছেন ওয়েব দুনিয়ায়।  

নাম তার দিনো ফেরারি।  মাছ ধরাই তার পেশা।  ২০ বছর ধরে মাছ ধরে আসছেন এই জেলে।  তবে গত সপ্তাহে ২৮০ পাউন্ড ওজনের একটি ক্যাটফিশ ধরে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি।

দৈত্যকার ক্যাটফিশটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুটের বেশি।  সংবাদমাধ্যমে দিনো জানিয়েছেন, স্পাইনিং রিলে সাহায্যে তিনি দৈত্যকার মাছটি ধরেছেন।  মাছটি ধরতে তার সময় রেগেছে ৪০ মিনিট।

স্পাইনিং রিলের মাধ্যমে ধরা দৈত্যাকার মাছটিরর জন্য গিনিস বুকে ফেরারির নাম উঠতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

অবশ্য এর আগে ফেরারির চেয়ে আরো বেশি ওজনের মাছ ধরেছে কেউ কেউ।  ২০০৯ আমাজন থেকে প্রায় ৩৪২ পাউন্ড ওজনের একটি ক্যাটফিশ ধরা হয়।  সূত্র : ইন্টারনেট
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে