রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ০৭:১০:০৯

জানেন কেন এই ছিদ্র থাকে স্মার্টফোনের নিচে? কী এর কাজ?

জানেন কেন এই ছিদ্র থাকে স্মার্টফোনের নিচে? কী এর কাজ?

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোনগুলি তৈরি করা হয় যাতে ব্যবহারকারীরা সর্বোত্তম অভিজ্ঞতা পান। তাই এই প্রতিবেদনে স্মার্টফোন সম্পর্কিত এমন একটি তথ্য তুলে ধরা হয়েছে যার ব্যবহার অনেকেই জানেন না। তবে এর কাজটি এতটাই আশ্চর্যজনক যে আপনি কল করার সময় সেরা অভিজ্ঞতা পান।

আসলে প্রতিটি স্মার্টফোনের নিচে একটি ছোট ছিদ্র করা থাকে। বেশিরভাগ মানুষই মনে করেন এটিকে ডিজাইন হিসেবে তৈরি করা হয়েছে। তবে এটি সম্পূর্ণ ভুল। এই ছিদ্রটির বিশেষ কাজ রয়েছে।

আসলে এই ছিদ্রটি তৈরি করা হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন হিসেবে, যা কল করার সময় সহায়ক হয়। আসলে এই ছোট ছিদ্রটির কাজ হল ফোনে কথা বলার সময় আশেপাশে থাকা শব্দগুলি অন্য ব্যক্তির কাছে পৌঁছায় না। এরফলে তার কণ্ঠ স্পষ্ট শোনা যায়। নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পিছন থেকে আসা আওয়াজকে সম্পূর্ণভাবে ব্লক করে দেয়।

স্মার্টফোনে যদি এই সুবিধাটি দেওয়া না থাকতো তাহলে আপনি কোলাহলপূর্ণ বা জনাকীর্ণ এলাকায় কল করতে পারতেন না। আপনি যদি এই জাতীয় জায়গায় কল করেন, তবে কলের অপর পাশের ব্যক্তিটি আপনার কণ্ঠস্বর শুনতে পাবে না, তবে কেবল শব্দ শুনতে পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে