মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩০:০৬

‘স্বামী-স্ত্রীর সব সম্পত্তির মালিক পোষ্য বানর’

‘স্বামী-স্ত্রীর সব সম্পত্তির মালিক পোষ্য বানর’

এক্সক্লুসিভ ডেস্ক : মজার ঘটনা, শুনলে বিশ্বাস করার মত নয়।  তবুও বিশ্বাস যে করতেই হবে।  এক ভারতীয় দম্পতির সব সম্পত্তি পেতে যাচ্ছে তাদেরই পোষা বানর।  

ব্রজেশ ও শাবিস্তা শ্রীবাস্তবের মৃত্যুর পর তাদের যাবতীয় সম্পত্তি পাবে পোষ্য বানরটি।  উইল করে এ কথাই লিখেছেন ওই দম্পতি।  আদর করে বানরটিকে ওই দম্পতি নাম দিয়েছেন মুনমুন।  এ খবর দিয়েছে ভারতের একটি গণমাধ্যম।

সূত্রের খবর, ওই দম্পত্তি নিঃসন্তান।  তারা চান আদরের চুনমুন’ যেন মৃত্যুর পর তাদের সব সম্পত্তির মালিক হয়।  লম্বা লেজের ম্যাকাকি প্রজাতির বানরটির দেখভাল’র জন্য একটি ট্রাস্টকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন ওই দম্পতি।

চুনমুনের এখন বয়স ১০ বছর।  তার মতো প্রজাতির বানর ৪০ বছর পর্যন্ত বাঁচে।  ‘অনেকে আমাদের পাগল ভাবতে পারেন’, এ কথা বলছেন পেশায় আইনজীবী ব্রজেশ শ্রীবাস্তব।  

ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রজেশবাবু বলছেন, বিয়ের সময় আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না।  কিন্তু চুনমুন আসার পর থেকে আমাদের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে।  নিজেদের বাড়ি কেনেন ব্রজেশবাবু।

ব্যবসাতেও প্রভূত লাভ হতে থাকে।  তাই ওই দম্পতি তাদের মৃত্যুর পর ওই ট্রাস্টের টাকায় যেন চুনমুনের দেখভাল করা হয়, সেজন্যই সব সম্পত্তির মালিক বানাতে চান চুনমুনকে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে