শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫০:৪৭

সফল হতে চাইলে আজ থেকে বাদ দিন ৬টি বিষয়

সফল হতে চাইলে আজ থেকে বাদ দিন ৬টি বিষয়

এক্সক্লুসিভ ডেস্ক : সকলেই সফল হতে চায় কিন্তু অনেকে এক ধাপ উন্নতি করলে তো আরেক ধাপ পিছিয়ে যায়। বালতিতে যদি ফুটো থাকে, তাহলে যতই পানি ঢালেন তা কি থাকবে? সফলতা পেতে হলে কোন কাজগুলো করবেন আর কোনগুলো করবেন না তা সবারই জানা জরুরি।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টিকেল ওয়েবসাইট মিডিয়াম ডটকমে ‘জিরো টু স্কিল’ এর প্রতিষ্ঠাতা দ্রাভকো ভিজেতিকের লেখা ‘নাইন থিংস ইউ শুড গিভ আপ ইফ ইউ ওয়ান্ট সাকসেস’ শিরোনামের একটি নিবন্ধে উঠে এসেছে সফল হতে হলে কোন কোন বিষয় এড়িয়ে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

১. অস্বাস্থ্যকর জীবনযাপন বাদ দিন: ‘স্বাস্থ্যের যত্ন নিন। যদি আপনি জীবনে ভালো কিছু অর্জন করতে চান, প্রথমেই আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্যের যত্নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম এই দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন।

২. স্বল্পমেয়াদি মানসিকতা পরিহার করুন: কোনো কাজ ২-১ দিন করলেন পরে আর করা হলো না এমন যেন না হয়। ধরুন ভাবলেন সকালে নিয়মিত হাঁটবেন তবে কয়েকদিন পর আবার আগের মতোই। এমন হলে আপনি ভালো করতে পারবেন না। যে কোনো কাজ অল্প করে করলেও ধারাবাহিকতা রক্ষা করুন।

৩. একসঙ্গে একাধিক কাজ করবেন না: যে কোনো একদিকে মনোনিবেশ করুন। আপনি যদি একাধারে গায়ক, নায়ক, বিজ্ঞানী, খেলোয়াড় হতে চান, তাহলে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। আগে ঠিক করুন, আপনি কোন কাজ করতে আগ্রহী বা কোন কাজ ভালো পারেন। সেদিকে মনোনিবেশ করুন।

৪. অজুহাত দেখাবেন না: অজুহাত খুঁজে বের করা নিজেকে সংশোধন করা ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়েছে এমন কথা পরিহার করুন। আগে থেকেই ব্যবস্থা নিন যাতে রাস্তায় জ্যাম থাকলেও দেরি না হয়।

৫. রাতারাতি পরিবর্তন আশা করবেন না: কোনো কিছুই হুট করে অর্জন হয় না। ধীরে ধীরে একদিন একদিন পরিশ্রম করেই মানুষ দক্ষ হয়ে ওঠে। চেষ্টা করুন প্রতিদিন ১ শতাংশ করে হলেও নিজেকে উন্নত করার।

৬. একঘেয়েমি মনোভাব দূর করুন: বর্তমান দুনিয়া ক্রমাগত পরিবর্তনশীল। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আগে থেকেই সব নির্ধারণ করে রাখেন ও পরিবর্তিত পরিস্থিতিতেও আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করেন, তাহলে তা সময় উপযোগী হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে