মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩২:৪১

পূর্ণ বয়স্ক ১২ জনের খাবার খায় এক শিশু

পূর্ণ বয়স্ক ১২ জনের খাবার খায় এক শিশু

ক্সক্লুসিভ ডেস্ক : নয় বছরের এক শিশু, তার ওজন ২০৩ পাইন্ড। এ বয়সে তার যে ওজন থাকার কথা তার ওজন তার চেয়ে পাঁচগুণ বেশি। শিশুটির উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। শিশুটির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে।

সে যে খাবার খায় তা ১২ জন পূর্ণ বয়স্ক মানুষ খেতে পারে। সপ্তাহে তার দরকার হয় ১৪ কেজি চালের ভাত, ৮ কেজি মাছ, ১৮০টি কলা, ৮ কেজি আলু। তার প্রিয় খাবার মিষ্টি ও কেক। কিন্তু তার ক্ষুধা এতই বেশি যে, এতেও তার পেট ভরে না। বিশ্বের সবচেয়ে মোটা শিশু সে।

এত খেয়েও সুখে নেই শিশু সুমন খাতুনের মনে। মোটা হওয়ার নানা যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে। বসতে, হাঁটতে, শুতে, স্কুলে যেতে তাকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর সমস্যায় আছে তার মা-বাবা।

তার মা মুমবেলি বিবি জানান, তারা তাদের মেয়ের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। তিনি স্থানীয় চিকিৎসকদেরও শরণাপন্ন হয়েছিলেন।

চিকিৎসকেরা জানিয়েছে, দ্রুত ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে শিশুটি নানা সমস্যায় আক্রান্ত হতে পারে।

২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসটি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে