মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৩:৫৫

সম্পর্কে প্রতারণার ক্ষেত্রে 'টপ টেন'

সম্পর্কে প্রতারণার ক্ষেত্রে 'টপ টেন'

এক্সক্লুসিভ ডেস্ক: নতুন এক জরিপে এমন দেশের তালিকা প্রকাশ করা হয়েছে, যেসব দেশের প্রাপ্তবয়স্করা তাদের সঙ্গী-সঙ্গিনীর সাথে সবচেয়ে বেশি প্রতারণা করেন। বিশ্বের সবচেয়ে বড় বিয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইট ম্যাচ ডটকম তালিকাটি প্রস্তুত করেছে। এমন প্রতারক সেরা দশ দেশের নাম দেখে নিন।

১. এর প্রথমেই রয়েছে থাইল্যান্ড। এর ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক সম্পর্কে প্রতারণার আশ্রয় নেন।
২. ডেনমার্ক রয়েছে দ্বিতীয় স্থানে। এর ৪৬ শতাংশ প্রতারণা করেন।
৩. ৪৫ শতাংশ মানুষের প্রতারণা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানির মানুষরা।
৪. ইতালিরও ৪৫ শতাংশ মানুষ সম্পর্কে প্রতারণা করেন। তবে অন্য বিচারে তারা ধরে রেখেছে চতুর্থ স্থান।
৫. শিল্প, সংস্কৃতি ও ভালোবাসার দেশ ফ্রান্সের ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ প্রেমিক-প্রেমিকার সঙ্গে প্রতারণা করেন। তারা রয়েছেন পঞ্চম স্থানে।
৬. ৪০ শতাংশ মানুষের প্রতারণা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বেলজিয়াম।
৭. নরওয়ের ৪০ শতাংশ একই পথের পথিক। তবে তারা রয়েছে সপ্তম স্থানে।
৮. ৩৯ শতাংশ প্রতারক প্রেমিক-প্রেমিকা নিয়ে অষ্টম স্থান নিয়েছে স্পেন।
৯. ফিনল্যান্ডের ৩৬ শতাংশ মানুষ সম্পর্কে প্রতারণার আশ্রয় নেন। তারা নবম স্থানে রয়েছে।
১০. তালিকায় সবার শেষে আছে ব্রিটেন। তাদেরও ৩৬ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ সম্পর্কে প্রতারক। সূত্র : ইন্ডিয়া টুডে
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে