মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৪:১১

‘বউ-শাশুড়ি’ মেলা

‘বউ-শাশুড়ি’ মেলা

সাভার (ঢাকা) : অন্যরকম এক মেলা।  যে মেলায় বউ-শাশুড়ি ও বয়স্ক ব্যক্তিদের পদভারে মুখরিত হয়ে উঠছে।  শনিবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে বেলুন উড়িয়ে এই ‘বউ-শাশুড়ি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও এনাম হাসপাতালের কর্নধার ডাক্তার এনামুর রহমান।

সাভারে দুই দিনব্যাপী ব্যতিক্রর্মী এ মেলার প্রথমদিনেই সাভার, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন অঞ্চলের বউ-শাশুড়ি ও বয়স্ক ব্যক্তিদের পদভারে মেলাপ্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন।   

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় বিভিন্ন রকমের পিঠা-পুলির দোকানসহ ২০টি স্টল বসেছে। আয়োজকরা জানান, সামাজিক দুর্বলতা থেকে বের হয়ে আসার এক অসাধারণ প্রয়াস হিসেবেই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।  সামাজিক সচেতনতা বাড়াতে মেলায় বউ-শাশুড়ি সম্পর্কোন্নয়ন ও স্বাস্থ্যবিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে