শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:০৭:০৭

পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাক্তার আছে?

পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাক্তার আছে?

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর জেনে রাখা উচিত। এগুলি কেমন মানুষের জ্ঞানকে বৃদ্ধি করতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্য সম্পর্কেও জানা যায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ চাঁদের বুকে কত সালে মানুষ প্রথম পা রেখেছিল? উত্তরঃ ১৯৬৯ সালে।

২) প্রশ্নঃ পৃথিবীর হীরার রাজধানী কাকে বলা হয়? উত্তরঃ দক্ষিণ আফ্রিকার কিম্বারলি শহরকে।

৩) প্রশ্নঃ দুটি নদীর মধ্যবর্তী জায়গা কে কী বলা হয়? উত্তরঃ দোয়াব।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছিল? উত্তরঃ চেন্নাইতে।

৫) প্রশ্নঃ দুধকে দইতে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? উত্তরঃ ল্যাকটোব্যাসিলাস।

৬) প্রশ্নঃ ক্যালেন্ডার কে বাংলায় কী বলা হয়? উত্তরঃ দেওয়াল পঞ্জিকা।

৭) প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী কী ছিল? উত্তরঃ বন্দ্যোপাধ্যায়।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের মিউজিক রোড রয়েছে? উত্তরঃ জাপানে অর্থাৎ এই সকল রাস্তায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালালেই গান বাজাতে শুরু করবে, যা একটি সতর্কতা।

৯) প্রশ্নঃ ভারতের স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? উত্তরঃ পাঞ্জাবের অমৃতসরে।

১০) প্রশ্নঃ ভারতের সবথেকে বেশি খাওয়া হয় কোন রাস্তার খাবারটি? উত্তরঃ ফুচকা।

১১) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি  ডাক্তার আছে? উত্তরঃ ভারতবর্ষে।

১২) প্রশ্নঃ ভারতের কোন গ্রামের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে?
উত্তরঃ কর্ণাটকের মাত্তুর গ্রামে।

১৩) প্রশ্নঃ কোন ঋতুতে বাচ্চারা তাড়াতাড়ি বেড়ে ওঠে? উত্তরঃ বসন্ত ঋতুতে।

১৪) প্রশ্নঃ যত বেশি থাকে আপনি তত কম দেখেন, বলুন তো সেটা কী? উত্তরঃ অন্ধকার।

১৫) প্রশ্নঃ কি আর কী এর মধ্যে পার্থক্য কী? উত্তরঃ যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না-তে দেওয়া যায় সেক্ষেত্রে হবে ‘কি’। আর যেসব প্রশ্নের উত্তর বিস্তারিত বিবরণ দিতে হয় সেক্ষেত্রে হবে ‘কী’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে