এক্সক্লুসিভ ডেস্ক : একটা সময় যে চিন্তাগুলো স্রেফ কল্পবিজ্ঞানের গল্পে ঠাঁই পেত, সেগুলিই একে একে সত্যি হয়েছে বিজ্ঞানের হাত ধরে। তারই নজির বোধ হয়, শনির উপগ্রহ টাইটানে আবিষ্কৃত সমুদ্রের রহস্যের কিনারা করতে ডুবোজাহাজের পাড়ি! এবার শনিগ্রহের উপগ্রহ টাইটানে আবিষ্কৃত সমুদ্রের গভীরে রোবোটিক সাবমেরিন পাঠানোর পরিকল্পনা করছে নাসা। এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এই পৃথিবীকে ঘিরে মহাকাশে উড়ে বেড়ানোর কথা আমরা পেয়েছিলাম কল্পবিজ্ঞানের খ্যাতনামা লেখক জুলে ভার্নের গল্প থেকে। পরে সেই কল্পনা বাস্তব হয়। ভার্নের লেখা, 'জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ'-এ পেয়েছিলাম, পৃথিবীর কেন্দ্রে অভিযান। তাও ঘটেছে পরবর্তীকালে। তবে শনির উপগ্রহে ডুবোজাহাজ যাওয়ার বিষয়ে জুলে ভার্ন ভেবেছিলেন কি?
কয়েক বছর আগেই টাইটানে একটি সমুদ্রের সন্ধান পায় নাসা। জমাট বাঁধা প্রাকৃতিক গ্যাসের তৈরি ওই সমুদ্রের রহস্যের কিনারা করতে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবার আরও একধাপ এগিয়ে একেবারে ওই সমুদ্রের অতলে ডুব দেবে নাসা-র তৈরি সাবমেরিন। খোঁজ দেবে, কী রয়েছে ভিতরে।
নাসা সূত্রে খবর, সাবমেরিনটি অনেকটা মহাকাশে পাড়ি দেওয়ার বিমান বোয়িং এক্স ৩৭-এর মতো হবে। তবে আকারে ছোট। গোটা প্রকল্পের নকশা তৈরি হয়ে গিয়েছে। খুব শিগগিরই তৈরি হয়ে যাবে রোবোটিক সাবমেরিন। ডুব দেবে টাইটানের সমুদ্রে, জানিয়েছে নাসা।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/