রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০২:১৪

কাউকে বিদায় জানানোর সময় টাটা বলা হয়, এই ‘টাটা’ শব্দের অর্থ কী জানেন?

কাউকে বিদায় জানানোর সময় টাটা বলা হয়, এই ‘টাটা’ শব্দের অর্থ কী জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যে কোন ক্ষেত্রেই আজকাল সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। মেধাবী ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে এই ধরনের প্রশ্নগুলি নিয়মিত জানার চেষ্টা করে। 

যাইহোক, এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী?
উত্তরঃ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম সি.ভি. আনন্দ বোস (C.V. Anand Bose)।

২) প্রশ্নঃ ইজরাইলের সরকারি মুদ্রার নাম কী?
উত্তরঃ ইজরাইলের সরকারি মুদ্রার নাম ইসরায়েলি শেকেল (Israeli Shekel)।

৩) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী মহিলা মুখ্যমন্ত্রী কে?
উত্তরঃ শীলা দীক্ষিত (Sheila Dixit) টানা ১৫ বছর দিল্লীর মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।

৪) প্রশ্নঃ ভারতের উপজাতীয় গোষ্ঠীর ‘দর্দ উপজাতি’ কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তরঃ দর্দ উপজাতি লাদাখে দেখতে পাওয়া যায়।

৫) প্রশ্নঃ পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশানে পাকিস্তান’ প্রাপ্ত একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ মোরারজি দেশাই (Morarji Desai) একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশানে পাকিস্তান’ পেয়েছিলেন।

৬) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ভারতের ‘সহস্রাব্দ শহর’ বলা হয়?
উত্তরঃ গুরুগ্রামকে ভারতের ‘সহস্রাব্দ শহর’ (Millennium City) বলা হয়।

৭) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন?
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand), যিনি দেশের হয়ে দাবা খেলাই প্রতিনিধিত্ব করেন।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম সৌর শহর হিসেবে কোন শহরকে উদ্বোধন করা হয়েছে?
উত্তরঃ মধ্যপ্রদেশের সাঁচিকে প্রথম সৌর শহর হিসেবে উদ্বোধন করা হয়েছে।

৯) প্রশ্নঃ আইপিএস অফিসার হওয়া ভারতের প্রথম মহিলা কে ছিলেন?
উত্তরঃ কিরন বেদী ছিলেন প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার।

১০) প্রশ্নঃ কাউকে বিদায় জানানোর পর টাটা বলা হয়, এই ‘টাটা’ (Tata) শব্দের অর্থ কী জানেন?
উত্তরঃ ‘টাটা’ শব্দের অর্থ হল TaTa for Now অর্থাৎ সাময়িকভাবে বিদায় এখন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে