মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪২:৫৪

চার হাজার বছর আগের ইটের রাস্তা

চার হাজার বছর আগের ইটের রাস্তা

এক্সক্লুসিভ ডেস্ক : মুন্সিগঞ্জের নাটেশ্বরে খোঁজ মিলেছে হাজার বছরের পুরনো সভ্যতা। তিন বছর ধরে প্রতœতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে প্রাচীন বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপসহ নানা স্থাপত্য নিদর্শন। আজ সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয় এ আবিষ্কারের কথা।

জানানো হয়, ইট বিছানো রাস্তায় হেঁটেছেন বাংলার মানুষ। ইটের তৈরি নালা দিয়ে হয়েছে পয়োনিষ্কাশন। নজিরবিহীন স্থাপত্য কাঠামোয় গড়ে উঠেছে বৌদ্ধ মন্দির, স্তূপ কিংবা বসতি। মাটি খুঁড়ে গৌরবের সেই ইতিহাস বের করেছেন প্রতœতাত্বিকরা।

বিক্রমপুর অঞ্চলে প্রতœতাত্বিক খনন ও গবেষণা প্রকল্পের আওতায় নাটেশ্বরে ১০ একর জায়গা জুড়ে চলছে খনন কাজ। এরই মধ্যে বেরিয়ে এসেছে অষ্টকোণাকৃতির একটি ও চারটি চতুর্কোণাকৃতির স্তূপ।

গবেষক সূত্রে জানা গেছে, প্রায় ৭ মিটার গভীরতায় ৫টি নির্মাণযুগের প্রতœ-নিদর্শন পাওয়া গেছে। যা বিক্রমপুর অঞ্চলের এক সমৃদ্ধ সভ্যতার সাক্ষ্য বহন করে।

সোমবার নাটেশ্বরে সংবাদ সম্মেলনে এ আবিষ্কারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এখনো খননের বাকি রয়ে গেছে ৭৫ ভাগ। এরপর সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ করতে সময় লাগবে পাঁচ বছরেরও বেশি। আর তাতে সব সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত।

যার জমি খুঁড়ে এ সভ্যতার নিদর্শন বের করা হচ্ছে তিনিও মহাখুশি। যদিও কোনো ক্ষতিপূরণ তিনি পাননি। গবেষকরা আশা করছেন, সঠিকভাবে গবেষণা ও রক্ষণাবেক্ষণ চালিয়ে যেতে পারলে এ সভ্যতা স্থান পাবে বিশ্ব ঐতিহ্যের তালিকায়। সূত্র : চ্যানেল ২৪
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে