এক্সক্লুসিভ ডেস্ক: ১০০ কোটি রুপি ব্যয়ে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ ধনকুবের সঞ্জয় হিন্দুজার (৫০) সঙ্গে তার বহু দিনের প্রণয়িনী আনু মাহতানির বিয়ে। বিলাসবহুল এ বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছেন বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী জেনিফার লোপেজ ও নিকোল শেরজিঙ্গার।
অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ অনেক ধনকুবের, বলিউডের বহু তারকাসহ প্রায় ১৬০০০ অতিথি। তাদের জন্য ১৬টি দেশের ভিন্ন ভিন্ন উপাদেয় খাবার পরিবেশন করা হয়েছে। ভারতের উদয়পুরের জগমন্দির দীপ প্রাসাদে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেছে প্রায় ২০৮টি ব্যক্তিগত বিমান।
একপর্যায়ে বিমানবন্দরে নতুন বিমান জায়গা দেয়াও মুশকিল হয়ে গিয়েছিল। বিয়েতে মোট খরচ হয়েছে প্রায় ১০০ কোটি রুপি (১৫০ লাখ পাউন্ড)। তবে প্রায় ৪০০ কোটি পাউন্ড বা ৩৮,২৬৩ কোটি রুপির মালিক হিন্দুজা পরিবারের জন্য এ অর্থ হয়তো তেমন কিছুই নয়! বৃটেনের ডেইলি মেইলে অভিজাত এ বিয়ে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন এসেছে।
বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার পারিশ্রমিক বাবদ জেনিফার লোপেজ একাই নিয়েছেন ৬ লাখ ৫০ হাজার পাউন্ড বা ১০ লাখ ডলার। এর বাইরেও, তার জন্য যে কক্ষ বরাদ্দ করা হয়েছে, সে কক্ষের রাতপ্রতি ভাড়া ৩০০০ পাউন্ড (৩ লাখ ৬০ হাজার টাকা)। অপর শিল্পী নিকোলে স্কেরজিঙ্গার অনুষ্ঠানে গান গেয়েছেন বলিউড তারকা অর্জুন কাপুর ও রণবির সিং-এর সঙ্গে।
আমেরিকার বাইরে তার পারিশ্রমিকও ৩ লাখ ৭৫ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডের মাঝামাঝি। সপ্তাহব্যাপী মূল বিয়েতে মোট ১৬ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে তিন দিনের বিশেষ অনুষ্ঠানে ৮০০ জন অতিথি অংশ নিয়েছিলেন। অন্যান্য ধনকুবেরের মধ্যে বিয়েতে উপস্থিত ছিলেন লন্ডনভিত্তিক ধনকুবের অনিল আগরওয়াল, ধনকুবের লক্ষ্মী মিত্তালের ছেলে আদিত্য মিত্তাল ও আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর রাগনার গ্রিমসন।
উদয়পুরে বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়ার জন্য মুম্বই থেকে উড়িয়ে আনা হয়েছিল বেশ কয়েকটি বিলাসবহুল বিএমডব্লিউ। বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকই পরিধান করেছিলেন সব অতিথি। উল্লেখ্য, হিন্দুজা পরিবারের বড় সন্তান সঞ্জয়।
হিন্দুজা পরিবার সব সময়ই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য খ্যাত। ১৯৯৬ সালে হিন্দুজা পরিবারের তিন সন্তান অজয়, রামকৃষ্ণ, ধীরাজের একসঙ্গে বিয়ে হয়েছিল। সে বিয়েতে অংশ নিয়েছিলেন প্রায় ১০ হাজার মানুষ।
হিন্দুজা গ্রুপ অব কোম্পানিজের কো-চেয়ারম্যান গোপিচাঁদ হিন্দুজার বড় ছেলে সঞ্জয়। এটি তার প্রথম বিয়ে হলেও, তার স্ত্রী আনু মাহতানির ক্ষেত্রে এটি দ্বিতীয় বিয়ে। ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির বোন আনুর আগের সংসারে দুই মেয়ে রয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/