যে ৬ টি কথা ছেলেরা কখনোই স্বীকার করতে চায় না
এক্সক্লুসিভ ডেস্ক: ছেলেরা সবসময়ই বলেন মেয়েরা ছলনা করেন, মেয়েদের বোঝা দায়, মেয়েরা ন্যাকামি করে অনেক বেশি। কিন্তু ন্যাকামি করার ব্যাপারে ছেলেরাও কম না। তবে তারা ব্যাপারটি করেন অন্যভাবে। কিছু কাজ তারা করেন ঠিকই কিন্তু তা একেবারেই স্বীকার করতে চান না। তাদের জিজ্ঞেস করলে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও একেবারে সোজাসাপটা না করে বসে থাকেন।
১. আমি ওই মেয়েটিকে দেখছিলাম না
যদি কখনো নিজের প্রেমিক বা স্বামীকে অন্য কোনো মেয়ের দিকে একনজর তাকাতে দেখে থাকেন তাহলে আপনি কখনোই তাকে দিয়ে স্বীকার করাতে পারবেন না। তিনি বলবেন ‘আমি মেয়েটিকে দেখিইনি’। উল্টো আপনাকে চার্জ করে বসবেন ‘তুমি আমাকে সন্দেহ করো?’।
২. আমি মোটেও ঘুমাচ্ছিলাম না, আমি ভাবছিলাম
দুজনে একসাথে বসে আছেন, আপনি কথা বলছেন। হঠাৎ দেখলে তিনি ঘুমাচ্ছেন চোখ বন্ধ করেন। তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়ার পরও তিনি মিথ্যে বলবেন। বলবেন ‘আমি ঘুমাচ্ছিলাম না, চোখ বন্ধ করে ভাবছিলাম’।
৩. আমি সিগারেট খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি
অনেক বলে কয়ে তাকে সিগারেট খাওয়া থেকে বিরত রেখেছেন, কিন্তু সত্যিই কি তাই? তিনি হয়তো আপনার জন্য সিগারেট খাওয়া অনেক কমিয়ে দিয়েছেন কিন্তু একেবারে বন্ধ করতে তার বেশ সময় লাগবে। আবার হুট করে যেমন ছেড়েছেন তেমনই হুট করে ১/২ বার খেয়েও ফেলবেন। কিন্তু তা আপনি কখনোই তাকে দিয়ে স্বীকার করাতে পারবেন না।
৪. আমি ভুলে যাইনি
খুব মন খারাপ করে আছেন যে আপনার প্রেমিক/স্বামী ভুলে গিয়েছেন আপনাদের বিশেষ দিন। তিনি কিন্তু একেবারেই তা স্বীকার করতে চাইবেন না। বরং মুখ পুছে না করে দেবেন ‘আমি ভুলে যাইনি’। কেউ কেউ তো আপনার এক কাঠি উপরে থাকবেন, বলবেন ‘তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম, তুমি মাটি করে দিলে’।
৫. তোমাকে একেবারেই মোটা দেখাচ্ছে না
একটু মতামত পাবার জন্য তাকে জিজ্ঞেস করবেন আপনাকে মোটা দেখাচ্ছে কি না? আপনাকে যদি সত্যিই মোটা দেখায় তাহলে কিন্তু আপনার প্রেমিক/স্বামী তা মোটেও স্বীকার করবেন না। কারণ তিনি আসলেই এইধরনের ব্যাপারগুলোর উত্তর দিতে চান না।
৬. আমি তোমাকে ছাড়াই সবকিছু করতে পারি
যখন আপনি রাগ করবেন তখন তিনিও উল্টো রাগ করে বলবেন ‘আমি তোমাকে ছাড়াই সব করতে পারবো’ এটি কিন্তু অনেক বড় একটি মিথ্যে কথা, এবং ছেলেরাও জানেন তিনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না একমুহূর্ত। কিন্তু তিনি মোটেও স্বীকার করবেন না সে ব্যাপারটি।
১৩জানুয়ারী,২০১৫/এমটিনিউজ২৪/এ