মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫১:৪৯

ভিন্নধর্মী এক ভালোবাসা দিবস

ভিন্নধর্মী এক ভালোবাসা দিবস

কাজী আবু সাঈদ, : বসন্তের প্রথম বাতাস গায়ে লাগতেই যেন ভারী হয়ে ওঠে সব পার্ক, লেক বা উদ্যানগুলো । হাজারো প্রেমিক-প্রেমিকার ভিড়ে জমে উঠে এসব স্থান। ভালোবাসা দিবসকে ঘিরে তরুণ-তরুণীদের বিভিন্ন রকমের কল্পনা। ভালোবাসা দিবসে যখন সবাই আপন মানুষটিকে ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপহার কিংবা কার্ড দেয়ার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে ব্যস্ত তখন নিজ অর্থ ব্যয় করে দুই শতাধিক তরুণ-তরুণী উদযাপন করলেন সম্পূর্ণ ভিন্নধর্মী এক ভালোবাসা দিবস।
 

ভালোবাসা তো শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয় ভালোবাসা সবার জন্য পথশিশু, পানওয়ালা, বাদামওয়ালা, চটপটি ওয়ালা, পরিষ্কারকর্মী, সিকিউরিটি গার্ড জন্য যেন ভালোবাসা দিবস আসে না। ভালোবেসে তাদের খোঁজ-খবর নেয়া তো দূরের কথা তাদের নামটি ধরে ডাকার মত যেন কেউ নেই।
 

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তাদের জন্য অন্যরকম কোনো বার্তা নিয়ে আসে না। কিন্তু এবারের ভালোবাসা দিবসটি তাদের জন্য একটু আলাদাই ছিল। এর সাথে সাথে একটি ভিন্নধর্মী ভালোবাসা দিবস উদযাপন করলেন মাস্তুলের দুই শতাধিক স্বেচ্ছাসেবী। কারণ এই ভালোবাসা দিবসে তাদের অনেকের হাতে গোলাপ ফুল তুলে দিয়েছেন একটু ভালোবাসা ছোঁয়া দেয়ার চেষ্টা করেছে মাস্তুলের এই তরুণ- তরুণী।

ভালোবাসা হোক সবার মাঝে পেশা-ধর্ম-জাতি নির্বিশেষে- এই স্লোগানকে সামনে নিয়ে এই উদ্যোগ নেয় মাস্তুল ফাউন্ডেশন। লক্ষ্য ছিল- সারাবছর ধরে যারা নানাভাবে মানুষকে সেবা দিয়ে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা দেখানো এবং তাদের মাঝে ভালোবাসার  উষ্ণতা ছড়িয়ে দেয়া।

মাস্তুল তাদের এই অসাধারণ উদ্যোগের নাম দিয়েছে- প্রোজেক্ট লাভ ফর অল। এই প্রোজেক্টেরই আওতায় শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি লেকে ফুল হাতে নেমে যান ২শ’ স্বেচ্ছাসেবী। তারুণ্যের ভালোবাসা বিলিয়ে দেন দু'হাত খুলে তারা সকল নিন্ম আয়ের এই সকল শ্রেণী পেশার মানুষের জন্য।

এই প্রোজেক্ট সম্পর্কে জানতে চাইলে মাস্তুলের উদ্যোক্তা কাজী রিয়াজ রহমান বলেন, 'সমাজের নিন্ম আয়ের এই সকল শ্রেণীপেশার লোকেরা এই দিনে আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে না। এই মানুষরা আমাদের সবসময় বিভিন্নভাবে সেবা ও ভালোবাসা দিয়ে থাকেন।

তাই তাদের সঙ্গে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করতেই আমাদের এই লাভ ফর অল প্রোজেক্ট। এর মধ্য দিয়ে আমরা তাদের অনুভব করাতে চাই, তারাও আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।' তিনি আরো বলেন, 'ভালোবাসা যে শুরু দু'জনের মধ্যে সীমাবদ্ধ নয় এবং এর জন্য না প্রয়োজন হয় নির্দিষ্ট কোন দিনের। আমরা চাই এ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে, সবাইকে জানাতে চাই- সবার জন্য ভালোবাসা।'

প্রোজেক্ট লাভ ফর অল এর পরিচালক মনির হোসেন জানান-'ভালোবাসা যেমন কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। তেমন প্রোজেক্ট লাভ ফর অল কে আমরা শুধু ঢাকাতেই সীমাবদ্ধ না রেখে বরিশাল, ফেনী, হবিগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা শহরে পৌঁছে দিতে পেরেছি। ভিন্নধর্মী এই ভালোবাসা দিবস উদযাপন আমাদের সব স্বেচ্ছাসেবীকে অনেক উজ্জীবিত করেছে।

তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, 'মাস্তুল এর সাথে এই প্রোজেক্ট লাভ ফর অল এ সহযোগিতায় ছিল পয়েন্ট ও, আঁচল ট্রাষ্ট। আঁচল ট্রাষ্ট এর সহযোগিতায় মাস্তুল আয়োজন করেছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।'
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে