এক্সক্লুসিভ ডেস্ক : রহস্যজনক এক ঘুমের রোগে ভুগছেন কাজাকস্তানের একটি গ্রামের বাসিন্দারা। প্রায় দু’বছর যাবৎ উত্তর কাজাকস্তানের কালাচি গ্রামের লোকেরা ব্যাখ্যাতীত এই রোগে আক্রান্ত। যার ফলে, হঠাৎ করেই ঘুমিয়ে পড়েন তারা। এমনকি কখনও কখনও কয়েকদিন ধরে চলতে থাকে এ অবস্থা।
আর যারা এভাবে ঘুমিয়ে পড়েন তারা অভিযোগ করছেন, স্মৃতি হারিয়ে ফেলার, এমনকি কোনও কোনও ক্ষেত্রে হেলুসিনেশন বা বাস্তবে সত্য নয় এমন কিছু দেখার। এরকম একশ’টিরও বেশি ঘটনার খবর পাওয়া গেছে “সিøপি হলো” বা “ঘুমপাড়ানি গুহা” নামে পরিচিত সেই গ্রামে।
কারও কারও ক্ষেত্রে একাধিকবার এমনটা ঘটেছে। তাই এই গ্রামের অধিবাসীদের সরিয়ে নিয়ে নতুন আশ্রয় আর চাকরি দেয়ার প্রস্তাব করেছে প্রতিবেশী জেলাগুলো। এক্ষেত্রে অবশ্য যেসব পরিবারে শিশু রয়েছে, সেগুলোকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানাচ্ছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।
“সিøপি হলো” গ্রামটির অর্ধেকেরও বেশি মানুষ এখন অন্যত্র গিয়ে বসবাসের চিন্তা করছে। একটি শিশুর বাবা ইগর সামুসেংকো রাশিয়া টুডে কে বলেছিলেন যে, বাচ্চাকে জাগানোর চেষ্টা করলে সে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু পারেনা। তারপর শুধু ঘুমিয়েই থাকে। চিকিৎসকেরাও এই অদ্ভুত রোগের কোনও কারন এখনও খুঁজে পাননি। তবে অনেকের মতে, এটি একটি গণ মনোব্যাধি।
আর কেউ কেউ ধারনা করছেন, গ্রামটি দু’দশক আগেই বন্ধ হয়ে যাওয়া একটি ইউরেনিয়াম খনির কাছে অবস্থিত বলেই হয়ত এমনটা ঘটছে। যদিও স্থানীয় টেলিভিশন বলছে, সেখানকার মাটি কিংবা পানিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। বিবিসি
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে