মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৩:৩০

ডাকাত দলে ৫ মাস বয়সী শিশু!

ডাকাত দলে ৫ মাস বয়সী শিশু!

এক্সক্লুসিভ ডেস্ক : ডাকাত দলে ৫ মাস বয়সী শিশু! ডাকাত হতে গেলে প্রাপ্তবয়স্ক এবং শক্তসমর্থ হওয়া লাগে। এতদিন প্রচলিত ধারণা ছিল এটাই। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ নতুন এক তথ্য আবিষ্কার করেছে।

ডাকাত দলের এক সর্দার তার ৫ মাস বয়সী শিশুপুত্রকে সঙ্গে নিয়ে গিয়েছিল ডাকাতি করতে! কারণ খুঁজতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, যে বাড়িতে ডাকাতির টার্গেট নেয়া হয়েছিল সেই বাড়ির বেডরুমে ঢোকার পথটি ছিল খুব সরু।

একারণে শিশুটিকে নিয়ে যান তার পিতা। ওই ছোট ছিদ্র দিয়ে ঘরে ঢুকিয়ে বাড়ির মালিককে পিস্তল দিয়ে ভয় দেখাতেও শিখিয়ে দেয়া হয়েছিল তাকে! তবে শিশুটি ঘরে ঢোকার পর কান্নাকাটি জুড়ে দেয়ায় সব পরিকল্পনা পন্ড হয়ে গেছে এবং ডাকাতরা ধরা পড়ে যায়। -রয়টার্স

২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/এমকে/এএল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে