এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওরিগনের বুশ পার্কের ভেতর জগিং করতে যাওয়া লোকজনের উপর গত কয়েকদিন ধরে হামলা চালাচ্ছিল একটি হুতুম পেঁচা। পার্কে জগিং করার সময় হঠাত্ করে ওই পেঁচার আক্রমণের শিকার হয়েছে অগণিত মানুষ।
পেঁচাটি কেন শুধু জগারদের আক্রমণ করে তা এক বিস্ময়। কারো কারে ঘাড়ের কাছে ছুরি দিয়ে কেটে দেয়ার মতো ক্ষত তৈরি করেছে এই প্রাণীটি। হামলা চালিয়েই সে দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ে।
ফলে তাকে ধরা কিংবা সতর্ক থাকা কঠিন হয়ে পড়ে। একারণে কর্তৃপক্ষ ওই পার্কে বড় সাইজের ১০টি হুঁশিয়ারি বার্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেছে। সাইনবোর্ডের ছবিতে দেয়া হয়েছে, জগিংরত একজন লোকের পেছনে ধেয়ে আসছে একটি পেঁচা।
নিচে লেখা, ‘সাবধান’! পেঁচাটি নিয়ে গণমাধ্যমে অগণিত রিপোর্ট ছাপা হয়েছে। এটি থেকে রেহাই পেতে স্থাপন করা সাইনবোর্ড নতুন করে আলোচনায় আসে।
অন্যদিকে সাইনবোর্ড নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও চলছে আলোচনার ঝড়। কেউ কেউ গুগলের বহুল জনপ্রিয় গেম ‘অ্যাংরি বার্ডস’ এর আদলে পেঁচাটির নাম দিয়েছে ‘অ্যাংরি আউল’! -ইউপিআই
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/