এক্সক্লুসিভ ডেস্ক : তারা খুব ভালো বন্ধু। একই সঙ্গে কাঁচা তরকারির ব্যবসা করে। থাকে মানিকনগরে। কিন্তু আজ তাদের ঝুড়িতে তরকারি নেই। রয়েছে তরতাজা ফুল। গোপিবাগ এলাকায় তারা মাথায় ফুলের ঝুড়ি নিয়ে হেঁকে যাচ্ছে, ভালোবাসা ২০ টাকা...।
এ আওয়াজ শুনে প্রেমিক-প্রেমিকারা ভিড় জমাচ্ছে তাদের ঘিরে। আর দেদারসে বিক্রি হচ্ছে ফুল। বিশ টাকায় ফুলের ভালোবাসা। আর লাগে কি! প্রেমিক যখন ফুল তুলে দিচ্ছে তার হাতে তখন ঝলমল আনন্দে হেসে উঠছে প্রেমিকা।
পরিচিত অনেকেই তাদের এ কান্ড দেখে বেশ মজাই পাচ্ছে। জানা গেছে, এ দিন উপলক্ষে তারা শাহবাগ থেকে ফুল এনে এভাবে বিক্রি করছে। ভীড় জমা”েছন তার গাড়িতে। কাছে যেতেই দেখা গেল গোলাপের পসরা সাজানো ভ্যান গাড়ির প্রতিটি ফুলের মূল্য ২০ টাকা।
গণমাধ্যমকে তারা জানান, প্রতি বছর এদিনে তারা এভাবে ফুল বিক্রি করেন। অল্পদামে দেড় হাজার ফুল আনলেও এপর্যন্ত পাঁচ শতাধিক বিক্রি হয়েছে। বাকি সময়ে সবগুলো বিক্রি হবে। আজকের দিনে ভালোবাসার মানুষকে খুশি করতে কেউ টাকার দিকে তাকায় না। আমরা চাইলে আরও বেশি দামে প্রতিটি গোলাপ বিক্রি করতে পারতাম।
নীরব ও লাবণ্যর সম্পর্ক পাঁচ বছরের। লাবণ্য পড়ে বাংলা কলেজে, আর নীরব চাকরি করেন এ ইলেট্রিক কোম্পানিতে। দীর্ঘ এ পথ চলায় তাদের মধ্যে কখনো মন কষাকষি হয়নি। হাজার ব্যস্ততার মধ্যেও দিনের নির্দিষ্ট এক সময়ে তাদের দেখা হয়। বিশ্ব ভালোবাসা দিবসের সারাদিন তারা এক সঙ্গে কাটান।
এফুল কেনার ক্রেতারা সাধারণত সবাই তরুণ-তরুণী। ভালোবাসা দিবসে প্রিয় মানুষের জন্য ফুল কিনতে তারা ঘিরে দাঁড়ায় তরকারির বদলে ফুল বিক্রেতা দু’বন্ধুকে ঘিরে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/