এক্সক্লুসিভ ডেস্ক : আজ ভালোবাসা দিবস। প্রতিবছর ঘুরেফিরে এদিন আসে মানুষকে প্রেমের বন্ধনে বেঁধে রাখতে। আর তাই আজকের এদিনে প্রেমিক-প্রেমিকারা একে অন্যের চোখের দিকে চেয়ে থাকে। মুগ্ধ হয়। আর তাদের বুকের ভেতর ভালোলাগার ঝিরঝির হাওয়া ঢেউ তুলে যায়।
ভালোবাসার এদিনকে নিয়ে ছয়টি মজার তথ্য পাঠকের দরবারে নিবেদন করা হলো :
১. ইংরেজি সাহিত্যের জনক সপ্তদশ শতকের সাহিত্যিক জিওফ্রে চসারের মতে, ১৪ ফেব্রুয়ারিতে পাখিরা তাদের সঙ্গী নির্বাচন করে।
২. প্রতি বছর বিশ্ব ভালোবাসা দিবসে প্রায় ১০০ কোটি কার্ড বিনিময় হয়। ইন্টারনেটে ই-কার্ড পাঠানোর সংখ্যা কত হতো পারে তা তো পাঠক বুঝতেই পারছেন।
৩. একটু ভিন্নধর্মী তথ্য। মেক্সিকোতে ১৪ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।
৪. বৃটেনে ভ্যালেন্টাইন’স ডেতে পরস্পরকে শুভেচ্ছা জানাতে যে ফুল বিনিময় করা হয় তার ৪৬ শতাংশই গোলাপ।
৫. গত বছর বিশ্ব ভালবাসা দিবসে বৃটিশরা তাদের প্রিয়জনদের খুশি করতে ৯ কোটি ৭৮ লাখ পাউন্ড অর্থ ব্যয় করেছিলেন। বৃটিশ পুরুষরা গড়ে ৩৯ দশমিক ৫৭ পাউন্ড ও নারীরা ২২ দশমিক ৬৪ পাউন্ড অর্থ ব্যয় করেছিলেন।
৬. ভ্যালেন্টাইন’স ডে-তে যে ফুল কেনা হয় তাতে পুরুষেরাই এগিয়ে আছে। কেননা পুরুষরাই ৭৩ শতাংশ ফুল কিনে তার প্রিয়জনকে উপহার দিয়ে থাকেন। আর এর বিপরীতচিত্র হচ্ছে, মাত্র ২৭ শতাংশ নারী বিশ্ব ভালবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ফুল কেনেন।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/