মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:১০

অবশেষে খোঁজ মিলল রানির সমাধির

অবশেষে খোঁজ মিলল রানির সমাধির

এক্সক্লুসিভ ডেস্ক : সর্বসমক্ষে এলেন রানি তৃতীয় খেনতাকাউইস৷ মিশরের আল-সির অঞ্চলে রাজবংশীয়দের জন্য নির্দিষ্ট সমাধিক্ষেত্র থেকে তার সমাধি আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত মিশরবিদরা জানতেনই না প্রায় সাড়ে চার হাজার বছর আগের এই রানির অস্তিত্ব৷

মিশরের বর্তমান রাজধানী কায়রো থেকে দক্ষিণ-পশ্চিমে আল-সির অঞ্চল বহু অতীতে রাজবংশীয়দের সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহূত হয়ে এসেছে৷ এই অঞ্চলেই দেখতে পাওয়া যায় একাধিক পিরামিড৷ এই পিরামিডগুলি মিশরের পঞ্চম রাজবংশীয় রাজাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল৷ একটি পিরামিড ছিল এই সময়ের ফ্যারাও নেফেরেফ্রেরও৷

এই অঞ্চলে পুরাতাত্ত্বিকদের গবেষণার কাজ এখনও শেষ হয়নি৷ সারা বিশ্বের বিভিন্ন দেশের পুরাতাত্ত্বিকরা চেক রিপাবলিক থেকে আসা একদল মিশরবিদ বেশ কিছুদিন ধরেই খননকার্য চালাচ্ছিলেন৷ সেই অধ্যবসায়েরই পুরস্কার পেলেন তারা৷ যার অস্তিত্বই জানা ছিল না, সেই রানি তৃতীয় খেনতাকাউইসের সমাধি খুঁজে পেলেন তারা৷

মিশরের পুরাতত্ত্ববিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মামদু আল-দামাতি জানিয়েছেন, এর আগে একই নামধারী আরও দুই রানির কথা জানা ছিল আধুনিক দুনিয়ার৷ তাই, সদ্য খুঁজে পাওয়া এই পঞ্চম বংশীয় রানিকে 'তৃতীয়' আখ্যা দেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, সমাধিস্থলের ভিতরের দিকের দেওয়ালে প্রাচীন মিশরীয় হরফ বা হিয়েরোগ্লিফিকে লেখা আছে এই সমাধিস্থলে শেষ শয্যায় শায়িত ব্যক্তির নাম৷ একই সঙ্গে লেখা রয়েছে, তার বিশদ পরিচয়ও৷ সেই লেখা পড়েই পুরাতাত্ত্বিকরা জানতে পারেন ফ্যারাও নেফেরেফ্রের এই মহিষীর অস্তিত্ব৷

চেক পুরাতাত্ত্বিকদের প্রধান মিরোস্লাভ বারতা জানিয়েছেন, নেফেরেফ্রের সমাধিতেই পাওয়া যায় রানির দেহাবশেষ৷ তাই, তিনি যে ফ্যারাওর মহিষী তা নিয়ে সন্দেহ নেই৷ এ ছাড়াও পাওয়া গিয়েছে ৩০টি বাসনের অংশ৷ - সংবাদসংস্থা
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে