বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:২৪:৪৪

দেখে নিন, বিশ্বের সবথেকে লম্বা ট্রেন!

দেখে নিন, বিশ্বের সবথেকে লম্বা ট্রেন!

এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের দেশে ভ্রমণের জন্য রেল যদিও তেমন কোনো প্রভাব পেলতে পারেনি। তারপরও অনেক জেলার মানুষের জন্য রেলে ভ্রমণই এক মাত্র মাধ্যম হয়ে আছে। আর তাই রেল নিয়ে অনেকের মধ্যে রয়েছে অনেক কৌতুহল! ট্রেনের প্রতি তেমন আগ্রহ না থাকলেও ট্রেন সম্পর্কে নানা খোজ খবর হরহামেশায় রেখে থাকেন অনেকেই। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবথেকে দীর্ঘতম বা লম্বা ট্রেন কোনটি বা কোথায় পাওয়া যাবে? অথবা এমন ট্রেন আপনি কখনো দেখেছেন কিন? এমন প্রশ্নের উত্তরে হয়তোবা অনেকেই ঘাবড়ে যাবেন।

হ্যাঁ, যদিও আমরা যে ট্রেনটি নিয়ে আলোচনা করছি সেটি একটি পন্যবাহী ট্রেন। কিন্তু তাতে কি? বড় ট্রেন বলে কথা। তবে, এত বড় বলে একবারও ভাববেন না যে, ট্রেনটি খুবই ধীর গতির। বরং, একেবারে উল্টো। ট্রেনটির গতি দেখলেও চমকে উঠতে পারেন আপনি। হতেই পারে, বিশ্বের সবথেকে লম্বা ট্রেনটি কখনো দেখেননি আপনি। তবে এবার দেখে নিতে পারেন বিশ্বের সব থেকে লম্বা এই ট্রেনটিকে।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি লেখার সময় একটি ভিডিও দেখে লেখা হয়েছে। কিন্তু আপনাদের জন্য সেই ভিডিওটি দেয়া সম্ভব হলোনা বলে আন্তরিক ভাবে দুঃখিত।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে