শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ০২:৪১:৫২

বিমানের ব্ল্যাক বক্স কেন ব্ল্যাক নয়, জানুন সেই কারণ

বিমানের ব্ল্যাক বক্স কেন ব্ল্যাক নয়, জানুন সেই কারণ

এক্সক্লুসিভ ডেস্ক : বিমান দুর্ঘটনার পর এক রহস্যময় বস্তু নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে—‘ব্ল্যাক বক্স’। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, এই ব্ল্যাক বক্স আদৌ কালো রঙের নয়! তাহলে কেনো একে ব্ল্যাক বক্স বলা হয়? কী এর আসল উদ্দেশ্য?

ব্ল্যাক বক্স কী?
ব্ল্যাক বক্স হলো একটি বিশেষ ধরনের রেকর্ডিং ডিভাইস, যা উড়োজাহাজের ফ্লাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। মূলত, এটি দুটি অংশে বিভক্ত—ফ্লাইট ডাটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)।

কালো নয়, উজ্জ্বল কমলা!

অনেকেই মনে করেন ব্ল্যাক বক্স কালো রঙের হবে, কিন্তু বাস্তবে এটি উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে। এই রঙ ব্যবহারের কারণ হলো, কোনো বিমান দুর্ঘটনার পর ধ্বংসাবশেষের ভেতরে ব্ল্যাক বক্স সহজে চিহ্নিত করা যায়। গাঢ় কমলা রঙ দূর থেকে সহজেই দৃশ্যমান হয়, যা উদ্ধার অভিযানের সময় অনেক সুবিধা দেয়।

তাহলে ‘ব্ল্যাক বক্স’ নামকরণ কেন?
ব্ল্যাক বক্স নামটি এসেছে মূলত ঐতিহাসিক ও প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন প্রথম ফ্লাইট রেকর্ডিং প্রযুক্তি ব্যবহৃত হতে শুরু করে, তখন এগুলোকে রহস্যময় এবং গোপনীয় যন্ত্রপাতি হিসেবে বিবেচনা করা হতো। অনেকেই মনে করেন, প্রথম দিকের রেকর্ডারগুলো কালো রঙের ছিল, যা পরে পরিবর্তন করা হয়।

বিমানের দুর্ঘটনার পর উদ্ধারকারী দল প্রথমেই ব্ল্যাক বক্স খোঁজার চেষ্টা করে। এটি পানির নিচে থাকলে বিশেষ সংকেত পাঠায়, যা অনুসরণ করে উদ্ধারকারীরা সেটি শনাক্ত করে। এ কারণে, যেকোনো বিমান দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্ল্যাক বক্সের রঙ কালো না হলেও, এর গুরুত্ব প্রশ্নাতীত। এটি দুর্ঘটনার কারণ বিশ্লেষণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সাহায্য করে। তাই, এই ডিভাইস শুধু বিমানের নিরাপত্তার জন্য নয়, বরং যাত্রীদের জীবন রক্ষার জন্যও অপরিহার্য।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে